Spread the love

আমাদের সকলের মনের বাসনা থাকে উজ্জ্বল, ফর্সা, দাগহীন ত্বক,, কিন্তু চাইলেই তো আর সব পাওয়া পূরণ হয়না…. সুন্দর ত্বকের অধিকারী হতে চাইলে খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হবে এবং সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। তবে, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে ৭ দিনের মধ্যেই ত্বকের কালো দাগ দূর করা যায়। রইলো কিছু সহজ এবং ঘরোয়া উপায়।

Dark Spots On Face Home Remedies

মুখে দাগ হওয়ার কারণ —

বিশেষজ্ঞদের মতে, হাইপারপিগমেন্টেশন বা কালো ব্রণের দাগ, অত্যধিক সূর্যের এক্সপোজার বা হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে। বাজারজাত ভিন্ন ধরণের ক্রিম পাওয়া যায়। কিন্তু এই ক্রিমগুলি আদৌও মুখের কালো দাগ অর্থাৎ ডার্ক স্পট দূর করতে কি পারে?? তা নিয়ে অনেকের প্রশ্ন। কিনতু প্রাকৃতিক উপাদানগুলি আপনাকে হাইপারপিগমেন্টেশন প্রতিরোধ করতে এবং ত্বকের পুনর্নবীকরণকে উদ্দীপিত করতে সহায়তা করতে পারে।

১) লেবুর রস : লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যাসিড। যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। এক চামচ লেবুর রস, ও মধু মিশিয়ে ব্যবহার করে দেখুন। মুখের কালো দাগ উধাও হয়ে যাবে।

২) টম্যাটোর রস : ত্বক ফর্সা করতে টম্যাটো দারুন কার্যকরী। মুখে যেসব জায়গায় কালো দাগ রয়েছে সেখানে টম্যাটো রস ও গোলাপ জল মিশিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।

মেয়েদের মুখের কালো দাগ দূর করার দুর্দান্ত উপায়

৩) অ্যালোভেরা জেল– অ্যালোভেরা জেল ক্ষত নিরাময় থেকে ময়শ্চারাইজিং সমস্ত কিছুতে দারুণ উপকারী। মুখের কালো দাগ দূর করতেও এটি খুব ভাল। আপনি সরাসরি গাছ থেকে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার জন্য, প্রাকৃতিক অ্যালোভেরা জেল সরাসরি ত্বকের হাইপারপিগমেন্টেড এলাকায় প্রয়োগ করুন। শুকিয়ে গেলে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।

৪) অ্যালোভেরা জেল দিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। একটি প্যাক তৈরি করতে – অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল বের করে নিন। এরপরে, তাজা কুড়িয়ে নেওয়া শসা, যোগ করুন এবং ভাল ভাবে মেশান। এটি ত্বকে প্রয়োগ করুন এবং সম্পূর্ণরূপে শুকিয়ে নিন। এরপর -ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

৫) আলুর রস : প্রতিদিন ঘুমানোর আগে মুখের যে জায়গায় কালো দাগ রয়েছে, তার উপর আলুর রস ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিন ,,কালো দাগ দূর হয়ে মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে।

আরোও পড়ুন,

Moisturizer: তৈলাক্ত ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *