Spread the love

ধনতেরাস দিয়ে শুরু হয় এই দীপাবলি উত্‍সব। এই উত্‍সব হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্‍সব। এ বছর দীপাবলি উত্‍সব পালিত হবে( রবিবার )ধনতেরাসের দিন থেকে দীপাবলি পর্যন্ত, সন্ধ্যায় প্রদোষকালের সময় বাড়ির ভিতরে ও বাইরে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে।

বিশ্বাস করা হয়, এটি সম্পদের দেবতা কুবের ও লক্ষ্মীকে প্রসন্ন করে। সেই পরিবার হয়ে ওঠে সম্পদ ও ধনে পরিপূর্ণ। দাপাবলির দিনে প্রিয়জনদের শুভেচ্ছা পাঠাবেন না!!! তার জন্য রইলো কিছু শুভেচ্ছা বার্তা………,

দীপাবলির শুভেচ্ছা

এই দীপাবলির দিনে তোমার জীবন ঐশ্বর্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। তোমার জীবন আনন্দ ভরে উঠুক….শুভ দীপাবলী❤️

দীপাবলির প্রদীপের আলোর মতো তোমারও জীবন আলোকিত হয়ে উঠুক। তোমাকে ও তোমার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা।

দিপাবলীর পিক

কামনা করি দীপাবলির দিন তোমার অনেক ভালো কাটুক —-শুভ দীপাবলি।

এই দীপাবলি তোমার জীবনকে নতুন আশা ও আগামীর নতুন স্বপ্নে ভরে তুলুক। তোমাকে জানাই দীপাবলির শুভেচ্ছা।

দিপাবলীর ফটো

রঙ্গোলির রঙের মতোই এই দীপাবলির দিন তোমার জীবন রঙিন হয়ে উঠুক —জীবনের নতুন পথ উন্মুক্ত করুক। শুভ দীপাবলি।

দীপাবলির দিন ভালোবাসার আলো জ্বালো, দুঃখের বাজি ফাটাও, আনন্দ্দে মেতে ওঠো পরিবার নিয়ে,,, তোমাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।

দিপাবলীর প্রীতি ও শুভেচ্ছা

দীপাবলির এই শুভ দিনে সুখে থাকুক সবাই, অনন্দ্দে আজকের দিনটি কাটাও ,,,শুভ দীপাবিলি।

আকাশে বাতাসে অনেক আলো, দীপাবলির দিনটা কাটুক ভালো,, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️

আরোও পড়ুন,

দীপাবলীর দিন কীভাবে সাজবেন, কি পোষাক পড়বেন – Diwali Outfit For Women 2023

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *