Spread the love

দুর্গাপুজোতে তো সেই জমকালো সেজে ছিলেন – এবার তো সামনেই দিওয়ালি,, তার কি কোনো চিন্তা ভাবনা করে রেখেছেন??

জানেন ই তো দীপাবলি মানেই বেশ একটা জমকালো সাজপোশাক। দুর্গাপুজোয় প্যান্ডেস হপিংয়ের ক্ষেত্রে যেমন হালকা, পোশাক বেছে নিয়েছিলেন, এক্ষেত্রে তো সেই বিষয়টা নেই। তবে কমফরটের বিষয়টা মাথায় রাখতে হবে। জমকালো রঙের শাড়ি বেছে নিতে পারেন তার পাশাপাশি লং সালোয়ার….

দীপাবলীর সাজ

দীপাবলি যেহেতু আলোর উৎসব, তাই সেক্ষেত্রে পোশাকের রং বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের বেলা প্যাস্টেল শেডের কোনও পোসাক বেছে নিন। আর রাতের জন্য লাল, কালো, গোল্ডেন, রানি পিঙ্ক কিংবা রয়্যাল ব্লু রং চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। শাড়ির আঁচল সামলাতে তার সঙ্গে অ্যাকসেসরিজ হিসেবে বেল্টও যোগ করতে পারেন।

দীপাবলীর সালোয়ার-কামিজ ও শাড়িতেই করুন বাজিমাত

তবে মাথায় রাখবেন। পোশাক যদি খুব ঝলমলে হয়, সেক্ষেত্রে মেকআপ মিনিমাল রাখার চেষ্টা করুন। গয়নাও বাছুন হালকা স্টোনের কিংবা কুন্দনের।

তবে চোখ-ঠোঁট দারুন একটা রূপটান দিবেন।লেটেস্ট ডিজাইনের হালকা রঙের শাড়ি বেছে নিলে তার সঙ্গে রূপোর জাঙ্ক জুয়েলারি পরুন। বাড়িতে পুজো থাকলে তসর, জামদানি, বেনারসি কিংবা কাতান সিল্ক বেছে নিতে পারেন। তার সঙ্গে মানানসই গয়না।

আলোর উৎসব দীপাবলিতে কোন রঙের পোশাকে পড়বেন – দেখুন

অল ওভার সিক্যুইন ওয়ার্কের সালোয়ারও চলতে পারে। কিংবা একরঙের সালোয়ারের সঙ্গে বেনারসি ম্যাটেরিয়াল বা জমকালো কারুকাজ করা ওড়নাও বেছে নিতে পারেন।

তার সঙ্গে বড় ঝুমকো বেশ মানাবেহেয়ার স্টাইলেও থাকুক এক স্টাইলিস্ট ভাব,, শাড়ি পড়লে খোঁপা ,,,

Diwali Dress 2023

আর আপনি যদি খোলা চুলে স্টাইল করতে চান, তাহলে ব্যাক ক্লিপ করে সাজিয়ে দিন ব্যাঙ্গালোর জিপসির গোছা। জমে যাবে দিওয়ালির সাজ। দিওয়ালি শুধু উৎসব নয়, সাজগোজও জমকালো হওয়া চাই।

তার জন্য রূপটান একমাত্র ভরসা হলে চলবে না। ত্বকের চাই নিজস্ব জেল্লা। হাতে এখনও কিছু দিন বাকি। ত্বকে উৎসবের জেল্লা আনতে কয়েকটি টিপস্ মেনে চলতে পারেন।

বেশি করে জল খাওয়াত্বকের যত্নের অন্যতম ধাপ হল বেশি করে জল খাওয়া। জল কম খেলে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করবে।

ত্বকের জেল্লাও কমে যাবে কম জল খাওয়ার অভ্যাসে। জল খেলে ত্বক ভিতর থেকে সতেজ হয়ে ওঠে।ভাজাভুজি থেকে দূরে থাকাউৎসবের সময়ে ভাজাভুজি থেকে দূরে থাকা সত্যিই কষ্টকর।

কিন্তু উৎসব আসার আগে নিজেকে একটু আটকে রাখা জরুরি। এই ধরনের খাবার খাওয়ার অভ্যাসে ত্বক ক্রমশ নিষ্প্রাণ হয়ে পড়ে।

শরীরচর্চাওজন কমানোই শরীরচর্চার একমাত্র কাজ, এমন ধারণা ভুল। নিয়মিত শরীরচর্চা করলে যত্নে থাকে ত্বকও। শারীরিক কসরতে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। ফলে শুধু শরীর নয়, ঝকঝকে হয় ত্বকও।

আরোও পড়ুন,

Best Sunscreen For Dry Skin – ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *