আবার এলো ঈদ,,, ঈদকে ঘিরে ইতি মধ্যেই শুরু হয়ে গেছে সবার নানা রকম প্রস্তুতি। ঈদের দিনকে সুন্দর করে তুলতে পোশাক ও জুয়েলারির সাথে চাই মানানসই মেকআপ। যেটি অনেকে পারে না,,, আজকের পোস্ট এ থাকছে ঈদের ট্রেন্ডি মেকআপ…বেইজ মেকাপ সুন্দর হওয়ার জন্যে মেকাপ শুরুর আগে কিছু স্টেপ ফলো করতে হবে…. সেটি হলো- ক্লিঞ্জিং, স্ক্রাবিং, যেকোন ফেইস মাস্ক এরপর নেক্সট স্টেপ এ আছে টোনিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন। বেইজ মেকাপ শুরুর আগে এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে।
ঈদের সাজগোজ
✓ মুখের উপরে থাকা মরা চামড়া বা ডেড স্কিন দূর করতে হবে ,, তাহলে এক চামচ কফির গুঁড়ো, আলুর রস, টমেটোর রস নিন। এরপর মুখে লাগান কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
✓ বর্তমানে সকল মেয়েরা একটু কম মেকাপেই সুন্দর দেখাতে ভালো বাসে। এখন সবাই মিনিমাল মেকআপ লুকই বেশি পছন্দ করছেন। এই ধরনের লুকে প্রোডাক্ট ব্যবহার করা হয় একদম অল্প পরিমাণে। যেমনঃ কোনো ডে ক্রিম মেখে একটু ব্লাশ অ্যাপ্লাই করেই বেইজ মেকআপ কমপ্লিট করে ফেলে। এ বছরের ঈদের দিন যেহেতু অনেক গরম থাকার সম্ভাবনা রয়েছে, তাই ট্রাই করতে পারেন মিনিমাল মেকআপ লুক।
ঈদের দিনের সাজ
✓ হালকা গ্লসি মেকআপ লুক ক্রিয়েট করতে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন,,সেই সাথে মেকআপে গ্লসি ভাব নিয়ে আসার জন্য অনেকেই এখন ব্যবহার করছেন লিপগ্লস। কাজল দিয়ে আইলুক কমপ্লিট করতে পারেন,, চোখের নিচে মোটা করে কাজল দেওয়া প্রিফার করছি । আবার আইলিডে কাজল দিয়ে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে স্ম্যাজ করে স্মোকি আইলুকও রয়েছে এখন অনেকের পছন্দের তালিকায়।
কেমন হবে ঈদের সাজ
✓ আইশ্যাডোর ক্ষেত্রে ব্রাউনিশ কিংবা পিচ টোনের শেইডগুলো যেকোনো ধরনের পোশাকের সাথে মানিয়ে যায়। অন্যদিকে ব্লাশের ক্ষেত্রে ব্যবহার করা হয় লাইট পিংক বা পিচ শেইড, যাতে মেকআপ ন্যাচারাল থাকে।
ঈদের স্পেশাল লুক
✓ ডার্ক লিপস্টিকযতই ন্যুড মেকআপের ট্রেন্ড থাকুক না কেন, ডার্ক লিপস্টিক সবসময়ই ট্রেন্ডে থাকবে। লাল কিংবা মেরুনের মতো ডার্ক শেইডের একটি লিপস্টিক আপনার পুরো লুক চেঞ্জ করে দিতে পারে। তাই ঈদের দিন হালকা মেকআপ করলেও ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন।
পোষাকের সঙ্গে মিলিয়ে ঈদের সাজ
✓ আর ঈদে মেকআপের সঙ্গে অবশ্যই মানান সই পোষাক পড়বেন,, নয়তো মানাবে না। আর স্কীন ও শরীর দুটোই ফিট রাখুন,, কারণ স্কিন হেলদি হয়, তাহলে যেভাবেই সাজুন না কেন, দেখতে সুন্দর লাগবে। ও হ্যাঁ, নিজের ডায়েট ও লাইফস্টাইল হতে হবে সঠিক।
আরোও পড়ুন,
এই চড়া রোদে ত্বককে বাঁচাতে কোন সানস্ক্রিন মাখা উচিৎ