Spread the love

গরমে তৈলাক্ত ত্বক আরোও তৈলাক্ত হয়ে যায়….(Oily Skin Care) এতে দেখা দেয় নানান সমস্যা,,, তাই যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের আজকের আর্টিকেলটি কাজে আসতে চলেছে…. গরমে ত্বকে ব়্যাশ, ব্রণ, জ্বালাভাব দেখা দেয়, আর এরই মধ্যে যদি গরমে ঘাম মুছতে নোংরা হাত ব্যবহার করা হয় তাহলে তো ত্বকের সমস্যা আরোও বেড়ে যাবে.. তাই গরমে ফেস ওয়াইপ ব্যবহার করুন,, আপনাদের জন্যে রইলো সেরা ৩ ফেস ওয়াইপ….

IMG_20240419_221521-edited Face Wipes For Oily Skin: গরমে তৈলাক্ত ত্বকের বেস্ট ফেস ওয়াইপ

সঠিক উপায়ে ফেস ওয়াইপ ব্যবহারের নিয়ম

1। Lacto Calamine Oil Control Face Wipes: এই ফেস ওয়াইপটি বর্তমান বাজারে তাদের একটি আলাদাই জায়গা করে নিয়েছে….…এই ফেস ওয়াইপ তেল মুক্ত। গভীর ক্লিনজিংত্বককে সতেজ, নরম ও হাইড্রেটেড রাখে। ল্যাক্টো ক্যালামাইন অয়েল কন্ট্রোল ওয়াইপস হল নরম ফেসিয়াল ওয়াইপ যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে, ব্রণ, এবং ব্রেকআউট প্রতিরোধ করে। – এটি ত্বককে সতেজ করে, এটিকে একটি পুনরুজ্জীবিত চেহারা দিয়ে নরম এবং কোমল করে। – প্যারাবেন ফ্রি, অ্যালকোহল ফ্রি সফট ফেসিয়াল ওয়াইপস,,এটি অ্যালকোহল মুক্ত হওয়ার কারণে, ওয়াইপগুলি মৃদু এবং প্রশান্তিদায়ক এবং তেল মুক্ত পরিষ্কার ম্যাট লুক দেয়।

Wet wipes for face benefits

2। Best Face Wipes from Lacto Calamine: এই ওয়াইপগুলি ত্বক সতেজ করে। আর্দ্রতা ধরে রাখে এবং তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা ভিটামিন B3 (Niacinamide) কোষের টার্নওভার বাড়ায়, এছাড়াও এতে অ্যালোভেরা আছে। সেটি ত্বককে প্রশমিত করে, ত্বক হাইড্রেট করে।

Face Wipes for oily skin

3। Kaya Clinic Refreshing Mattifying Wipes : কেয়া রিফ্রেশিং ম্যাটিফাইং ওয়াইপগুলি হল ব্রণ-প্রবণ ত্বকের জন্য হালকা ওয়াইপ যা একটি সহজ ধাপে সমস্ত ময়লা, তেল এবং মেকআপের ত্বককে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে!ওয়াইপগুলিতে শক্তিশালী সক্রিয় উপাদান রয়েছে যা ত্বকের পৃষ্ঠে তেলের উপস্থিতি কমাতে সাহায্য করে এবং একটি ম্যাটিফাইং প্রভাব প্রদান করে। এর মধ্যে রয়েছে ক্যামোমাইল নির্যাস, ভিটামিন ই, অ্যালোভেরা, ল্যাকটিক অ্যাসিড, ডেসিল গ্লুকোসাইড, অ্যালো বার্বাডেনসিস পাতার রস, ক্যামোমিল ফুলের নির্যাস, রয়েছে। মরা চামড়া দূর করে।

4। Himalaya Purifying Neem Facial Wipes : এটির গন্ধ একই রকম হিমালয় নিম ফেসওয়াশের মতো… নিঃসন্দেহে এটি একটি বাজেট বান্ধব পণ্য… এটি ব্যবহার করার পর কোনো ধরনের ফুসকুড়ি হবে না… এবং ব্রণ ও হতে দেয়না।

আরোও পড়ুন,

Curly Hair Care Routine||কোকরা চুলের যত্ন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *