Spread the love

অনেকে তো জানেন না ফেস সিরাম একটি গুরুত্বপূর্ণ স্কিনকেয়ার প্রোডাক্ট। এটি আপনার ত্বককে ভালো রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বাজারচলতি যে কোনও ফেস সিরাম ব্যবহার করতে পারেন আপনি। কিন্তু আপনি যদি কোনো সাইড এফেক্ট ছাড়া প্রাকৃতিক উপায়ে বাড়িতেও বানিয়ে নিতে চান,, তাহলে তো আরও ভালো,,, কী ভাবে বানাবেন? ৫ টি ফেস সিরামের রেসিপির সন্ধান দিলাম আমরা….

ত্বকের সিরাম কিভাবে তৈরি করব

১) অ্যান্টি-এজিং ফেস সিরাম: এই ফেস সিরাম তৈরি করার জন্যে প্রয়োজন এক চামচ জোজোবা অয়েল, ৬ ফোঁটা ভিটামিন ই অয়েল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এই প্রতিটি উপাদান একটি গ্লাস বটলে ভরে নিন। ড্রপার ব্যবহার করুন। প্রতিবার মুখে লাগানোর আগে একবার করে বোতলটি ঝাঁকিয়ে নেবেন। ভিটামিন ই আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। সহজে মুখে বয়সের ছাপ পড়ে না।

আরোও পড়ুন,

Beetroot Juice Benefits For Skin: রূপচর্চায় বিটরুট কতোটা কার্যকর! জানেন?

২) উজ্জ্বল ভাব আনার জন্যে: সিরাম তৈরি করার জন্যে আপনার প্রয়োজন এক টেবিল চামচ গ্রেপসিড অয়েল, এক টেবিল চামচ জোজোবা অয়েল, ৭/৮ফোঁটা গোলাপ জল একটি কাচের শিশিতে এই প্রতিটি উপকরণ মিশিয়ে নিন। ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না।

৩) আদ্রতা বজায় রাখে:;এই সিরাম আপনার মুখের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। ত্বকে পুষ্টির ঘাটতি হতে দেবে না। একটি কাচের শিশিতে ১ চামচ আমন্ড অয়েল মেশান। তার সঙ্গে এক চামচ অ্যাভোকাডো অয়েল, মিশিয়ে নিন। প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাচের শিশিতে ঢেলে রাখুন। কাচের শিশিতে ঢেলে রাখুন। ড্রপারের সাহায্যে ব্যবহার করুন।

প্রাকৃতিক ভিটামিন সি ফেস টোনার কিভাবে ব্যবহার করবেন

৪) কালচে ভাব দূর করতে: অ্যালোভেরা, গোলাপ জল ও ভিটামিন ই-এর মিশ্রণ ত্বককে আরও উজ্জ্বল করে তুলবে। কালো বা লাল ছোপ কমাতেও সিরামটি উপযোগী। গোলাপ জল ব্রণর মতো ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে।

৫) সতেজতা এনে দেবে: এর জন্য প্রয়োজন ২ চা চামচ এলোভেরার জেল, ৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল, এবার একে একে সমস্ত উপকরণ মেশান। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে একটি বোতলে ভরে নিন। এখন মুখ ধোয়ার পর ব্যবহার করতে পারেন।

Read More,

Top 10 Fruits For Skin Whitening : ১০ টি ফল যা আপনাকে দেবে ফর্সা ও উজ্জ্বল ত্বক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *