ত্বকের সৌন্দর্য বজায় রাখার কিছু হ্যাক ফলো করা উচিৎ — শরীরে যখন সব ভিটামিন ও মিনারেল পর্যাপ্ত পরিমাণে থাকবে তখন ত্বকও পুষ্ট থাকবে। ।ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে এবং বলিরেখার সমস্যা এড়াতে ভিটামিন ই কাপসুল খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার ত্বকে নতুন প্রাণ ও সতেজতা এনে দেয়। এছাড়াও ত্বক মালিশের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন।
১) প্রথমে ক্যাপসুল থেকে তেল বের করে মুখে লাগান। এবার একটি ফেস রোলারের সাহায্যে সারা মুখে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর এটি মুখে এভাবে আধ ঘণ্টা রেখে দিন। এর পর মুখ ধুয়ে নিতে পারেন। দেখবেন ত্বক কতোটা ক্লিয়ার হয়ে গেছে।।
ভিটামিন ই ক্যাপসুল মুখে দিলে কি হয়
২) কনুই আর হাঁটুর জেদি কালো দাগ দূর করতে-ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন,,দীর্ঘদিনের পুরনো স্কিন ড্যামেজের দাগ দূর করতে ভিটামিন ইর কোন তুলনা নেই। আপনার কনুই আর হাঁটুতে যদি এমন দাগ থাকে তবে রেগুলার ১ টা ক্যাপসুলের তেল নিয়ে লাগান। ২-৩ সপ্তাহের ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন!
৩) আমরা সকলে জানি অ্যালোভেরা ত্বকের জন্যে কতোটা উপকারী,, এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ত্বকে অ্যাকনের মতো সমস্যা সমাধান করে। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। তার মধ্য়ে একটি ভিটামিন ই ক্যাপসুল মেশাতে হবে। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেটি আপনার মুখে ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ফর্সা হওয়ার উপায়
৪) আলুর রস নিন,, এর সঙ্গে ১ চামচ মধু ও ২টি ভিটামিন ই ক্যাপসুল নিন। প্রত্যেকটি উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর সেটি মুখে লাগান। এতে আপনার ত্বক ভালো থাকবে।
ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের নিয়ম
৫) একটা ছোট্ট পাত্রতে ২ চামচ টক দই নিয়ে তাতে মাত্র কয়েক ফোঁটা লেবুর রস এবং একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে জেল বের করে সেটা ভালো করে মিশিয়ে মুখে উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পরে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন । এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।।
আরোও পড়ুন,
Face Wash For Winter Dry Skin (শুষ্ক ত্বকের জন্য সেরা ৫ টি ফেসওয়াস)