Spread the love

How To Make Rakhi At Home Easy And Beautiful: বাড়িতে কীভাবে রাখি তৈরি করবেন দেখে নিন

Rakhi making at home : রক্ষা বন্ধন হল প্রধান হিন্দু উৎসবগুলির মধ্যে একটি, কারণ এটি ভাই ও বোনের মধ্যে সুন্দর বন্ধন উদযাপন করে। এই দিনে বোন না খেয়ে তার ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে দেয়, এবং পরবর্তীটি তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়,,,দিনটি ভালবাসা, আনন্দ এবং হাসিতে পূর্ণ হয় কারণ পরিবারগুলি পবিত্র উত্সব উদযাপন করতে একত্রিত হয়।


IMG_20230821_124211-1692601955930 How To Make Rakhi At Home Easy And Beautiful: বাড়িতে কীভাবে রাখি তৈরি করবেন দেখে নিন

How to make rakhi at home with paper

অনেকে চায় তার দাদাকে নিজে হাতে বানিয়ে রাখি পড়িয়ে দিবে,, তাই আমরা রাখির সাজসজ্জার জন্য কিছু দুর্দান্ত ধারণা শেয়ার করেছি যা বানাতে খুব সহজ….!!


IMG_20230821_123812-1692601958293 How To Make Rakhi At Home Easy And Beautiful: বাড়িতে কীভাবে রাখি তৈরি করবেন দেখে নিন

How to make rakhi easy

IMG_20230821_124019-1692601958010 How To Make Rakhi At Home Easy And Beautiful: বাড়িতে কীভাবে রাখি তৈরি করবেন দেখে নিন

How to make simple thread Rakhi at home

1.উলের রাখি বানানোর জন্য উলের গোলা লাগবে। যদি রঙিন রাখি বানাতে চান তাহলে একাধিক রঙের উল লাগবে। প্রথমে আপনার বাম হাতের চারটি আঙুলকে এক করে উলের মুখটি নিয়ে ভালো করে পেঁচিয়ে নিন আঙুলে।


IMG_20230821_123846-1692601957424 How To Make Rakhi At Home Easy And Beautiful: বাড়িতে কীভাবে রাখি তৈরি করবেন দেখে নিন

How to make rakhi at home with wool

এরপর উলের গোলা থেকে কেটে নিন হাতে জড়ানো উলটিকে।

তারপর এই পেঁচানো উলের মাঝখানটা সুতো দিয়ে বেঁধে দিন।

তারপর উলের দুধারের মুখ দুটো কেটে দিন।

এরপর গোটা জিনিসটাকে কেটে গোল আকার দিন।

যদি একাধিক রঙের রাখি বানাতে চান তাহলে এভাবেই দু তিন রঙের উল নিয়ে ছোট ছোট ফুল করুন।


IMG_20230821_123952-1692601956295 How To Make Rakhi At Home Easy And Beautiful: বাড়িতে কীভাবে রাখি তৈরি করবেন দেখে নিন

এবার দোকানের রাখী নয়, ভাইয়ের জন্য বাড়িতেই বানিয়ে নিন রাখী, কীভাবে বানাবেন


2. উলের মতোই শিফন রাখি বানানোর পদ্ধতি, শুধু উলের জায়গায় এখানে বিভিন্ন রঙের শিফন ফিতে ব্যবহার করতে হবে। হাতে একই ভাবে শিফন ফিতে জড়িয়ে সেটাকে কেটে নিতে হবে।

তারপর মাঝখানটা বেঁধে নেওয়ার পর চারপাশটা ভাল করে ব্রাশ দিয়ে আচড়ে নিন।


IMG_20230821_124131 How To Make Rakhi At Home Easy And Beautiful: বাড়িতে কীভাবে রাখি তৈরি করবেন দেখে নিন

রাখি বানানোর পদ্ধতি

তারপর চারদিকটা সমান ভাবে কেটে নিন।

এবার পিছনে একটা রিবনে কাগজ লাগিয়ে এই ফুলটা বসিয়ে দিন। ইচ্ছা মতো পুঁতি বা পাথর লাগাতে পারেন। এভাবেই তৈরি হয়ে যাবে শিফনের রাখি।



Tags – Rakhi , Homemade

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *