Spread the love

চোখের নিচের কালো দাগ দেখতে খুব বিচ্ছিরি লাগে,,, এটি চোখের সৌন্দর্যকে কমিয়ে দেয়। পরিমিত পরিমাণে না ঘুমানো, বেশি রাত পর্যন্ত জেগে থাকা, মানসিক চাপসহ বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে এ সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-

বার্ধক্যে ডার্ক সার্কেল হওয়া স্বাভাবিক। সময়ের সঙ্গে পাতলা হয়ে যায় মানুষের ত্বক, হারায় কোলাজেন ও চর্বি। কোলাজেন ও চর্বি ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষার জন্য দায়ী। পর্যাপ্ত জল পান না করাও এ জন্য দায়ী। বেশি স্ক্রিনে বেশি সময় কাটালে ডার্ক সার্কেল দেখা দেয়। চোখের স্ট্রেন রক্তনালিগুলোকে বড় করে এবং তাদের চারপাশের ত্বককে কালো করে। অনেকের মধ্যে এটা আবার পারিবারিক বা বংশগতভাবেই আছে।

চোখের নিচে কালো দাগ দূর করার ঔষধ

  • ✓ যেভাবে কালো দাগ দূর করবেন

আমরা সকলে জানি শসা চোখের নিচের কালো দাগ দূর করে। শসা কুঁচিয়ে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।।

✓ কফি ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে,,, এক চামচ কফি ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচ-সহ পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ শুকনো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

কফি দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায়

✓ চোখের কালো দাগ দূর করতে দই উপকারি। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বৃদ্ধি করে। দই, লেবুর রসের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।।

আলু দিয়ে চোখের কালো দাগ দূর করার উপায়

✓ এছাড়াও জীবনযাপনে কিছু পরিবর্তন কালো দাগ কমাতে সাহায্য করবে। যেমন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল পান, যথেষ্ট ঘুম, ফিটনেস বজায় রাখা এবং শরীরচর্চা। এবং ঘুমাতে যাওয়ার আগে চোখের আই ক্রিম ব্যবহার করবেন।

Read More,

Best Skin Care Routine For Men: শীতে পুরুষের ত্বকের যত্নের ৫ টি রুটিন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *