শুধু কিনতু শীতকালে নয়….গরম কিংবা বর্ষাকালেও ত্বকে মরা চামড়া উঠতে থাকে। জানেন কি?প্রতি ২৭ দিন পরপর মানুষের ত্বকের পুনর্জন্ম হয়। অনেকেরই হাত, পা, মুখের চামড়া উঠে থাকে, যা খুবই বিব্রতকর।ত্বকের চামড়া ওঠার মূল কারণ হলো রোদে পোড়া বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। শীতের শুরুতেই যদি এ সম্পর্কে জানা যায় তাহলে ত্বকের এসব রোগ থেকে দূরে থাকা সম্ভব।
- ** শীতে যেহেতু পরিবেশে আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, এ কারণে প্রধান সমস্যাই হচ্ছে ত্বক শুষ্ক, খসখসে হয়ে যাওয়া। এর ফলে চুলকানি, ঠোঁট ও পায়ের চামড়া ফেটে যাওয়া, হাতের চামড়া উঠে যাওয়াসহ খুশকির সমস্যা বাড়ে।
ডেড সেল দূর করার উপায়
- * ত্বকের এই শুষ্কভাব দূর করার উপায় কী?
** যাদের ত্বক তৈলাক্ত তারা লোশন বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, ত্বক যেন তার আর্দ্রতা ধরে রাখতে পারে।
- ত্বকের মৃতকোষ দূর করার উপায় “”””
১/ ত্বকের যে স্থান থেকে চামড়া উঠছে; সেখানে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন সারারাত। ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।
২/ নারকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তাই ঘুমানোর আগে ত্বকে নারকেল তেল ব্যবহার করুন।
৩/ যেখান থেকেই চামড়া উঠবে; সেখানেই মধু ব্যবহার করুন। মুহূর্তেই ত্বকের আর্দ্রতা ফিরে আসবে। কারণ মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজ হিসেবে কাজ করে।
৪/ চিনি আর মধু : চিনি আপনার স্কিন খুব ভালো করে ময়েশ্চারাইজড করে। আর এর সঙ্গে মধু থাকলে স্কিন হয় ময়েশ্চারাইজড। প্রথমে ভালো করে মধু আর চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্রাব করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
মুখের চামড়া টাইট করার উপায়
৫/ কফির গুঁড়ো, ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন।এবার এই মিশ্রণে জল দিয়ে একটি পেস্ট বানান। সেটি সারা মুখে অ্যাপ্লাই করুণ,,,২৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন,,,দেখবেন ত্বক কতো কোমল হয়ে গেছে,,,কফির মধ্যে থাকা ক্যাফেইন ব্লাড সারকুলেশন ভালো রাখে। আর এই ক্যাফেইন ত্বকের নিচে ফ্যাট জমতেও দেয় না।।
মুখের চামড়া টান টান করার উপায়
৬/ রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে নিয়মিত পরিমাণের চেয়ে একটু বেশি ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হবে। এ ছাড়া রাতে ঘুমানোর আগে যাঁদের বয়স কম, তাঁরা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।
Read More,