Spread the love

Rose Water Benefits For Face Skin: এই শীতকালেও সুন্দর এবং জেল্লাদার ত্বক পাওয়ার ইচ্ছে আমাদের সবারই থাকে। কিন্তু সকলে ভাবেন এটা কি করে সম্ভব?? কিন্তু সুন্দর ত্বক পেতে বেশি নয় অল্প কিছু করলেও পাওয়া যাবে জেল্লাদার ত্বক…. সঠিক উপায়ে ত্বকের যত্ন নিলে দাগছোপহীন ত্বক পাবেন আপনিও। এর জন্য ব্যবহার করুন গোলাপ জল,,,ঘরোয়া রূপটানে বছরের পর বছর ধরে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে।

যখনই স্কিন কেয়ারের প্রসঙ্গ আসে, তখনি সবার আগে গোলাপ জলের কথা মাথায় আসে।। ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক, গোলাপ জল সবার স্কিন কেয়ার রুটিনে থাকে। গোলাপ জলের মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট উপাদান রয়েছে, যা ত্বকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

গোলাপ জল কি মুখের দাগছোপ দূর করতে পারে?

** গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করলে এটি আপনার মুখ থেকে সমস্ত ময়লা, অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করে দেয়। গোলাপ জল অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হয়। তাই এটি ব্যবহার করলে ধীরে ধীরে আপনার মুখের দাগছোপও দূর হয়ে যাবে।

ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

** এতে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানগোলাপ জলে আছে ট্যানিন, অ্যান্থোসিয়ানিন। গোলাপের নির্যাসে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপদানও থাকে।

** ফলে, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বকের লালভাব নিয়ন্ত্রণ করে। কোষকেও সুরক্ষিত রাখে।

আরোও পড়ুন,

Winter Skin Care (শীতের রাতে ত্বক কোমল রাখতে ব্যবহার করুন একটি উপাদান)

** আপনার মুখে বয়সের ছাপ পড়তে দেয় না গোলাপ জল। আপনার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে।

** ত্বকের উপর সুরক্ষার স্তর তৈরি করে। মুখের জ্বালাভাব কমায়। ত্বকের অন্দরে আর্দ্রতার ঘাটতি হতে দেয় না।

**:ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যায় গোলাপ জল। চন্দন গুঁড়ো, নিম পাতার গুঁড়ো ইত্যাদির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। ফেসপ্যাক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। গোলাপ জলের ফেসপ্যাক ত্বক থেকে ময়লা, অতিরিক্ত তেল অপসারণ করে দেবে।

গোলাপ জল দিয়ে ফর্সা হওয়ার উপায়

** টোনার হিসেবে ব্যবহার করুন দিনে দুবার,, তারপর মুখে টোনার লাগিয়ে নিন এবং ময়শ্চারাইজার লাগান।গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। গোলাপ জল একটি কটন প্যাডে নিয়ে মুখে লাগিয়ে নিন। ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকবে।

আরোও পড়ুন,

Lemon For Skin Whitening: লেবু দিয়ে ফর্সা হওয়ার ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *