Spread the love

3 rd ডিসেম্বর অর্থাৎ কাল আইসিডিএস এর এক্সাম… গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই পরীক্ষা হচ্ছে.. তো অনেক মহিলারাই দৈনন্দিন কাজের চাপে তাদের পড়াশোনা করা হয়ে ওঠেনা… এই দলে আমিও আছি… কাল আমিও এক্সাম দিচ্ছি … তো তার আগে কিছু না পড়লে কেমন দেখায়…. হা করে তো আর পরীক্ষার টেবিলে বসে থাকা যায় না নিশ্চয়ই!!! তাই ভাবলাম আমি একা না পরে আপনাদের সকলের সঙ্গে কিছু প্রশ্নপত্র শেয়ার করি…. আশা করছি আপনাদের কাজে আসবে….. আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক…..

CDS Full Form টি সম্পর্কে অনেকে বুঝতে পারেনা। তাই আজ আমরা বাংলায় আপনাকে আইসিডিএস এর ফুল ফর্ম (ICDS Full Form In Bengali) সম্পর্কে জানাবো। যেখান থেকে আপনি আইসিডিএস এর ফুল ফর্ম, আইসিডিএস কি, আইসিডিএস এর পরিষেবা গুলি কি কি এবং কী উদ্দেশ্যে এটি তৈরি করা হয় এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।।

১/ ICDS এর বাংলা অর্থ হলো — সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা। (যার মানে হলো শিশুদের বিকাশের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা প্রদান করা)

২/ ICDS কি?

এটি হলো ভারত সরকারের তৈরি একটি সরকারি সংস্থা। যে সংস্থাটি 6 বছরের কম বয়সী শিশুদের সাথে সাথে তাদের মায়েদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়….এই পরিষেবা গুণের মধ্যে অন্যতম হলো খাদ্যের ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, টিকাদান এবং স্বাস্থ্যের প্রতি নজর রাখা। মায়েদের বাচ্চার প্রতি দায়িত্ব পালন করার কিছু টিপস বলা হয়ে থাকে।।

৩/ আইসিডিএস কর্মীদের কাজ কি?এই পরিষেবাগুলি প্রধানত গ্রামীণ অঞ্চলে প্রতিষ্ঠিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে সরবরাহ করা হয় এবং এনারা ফ্রন্টলাইন কর্মীদের সাথে কাজ করা হয়। ICDS-এর এই বিভাগের অধীনে, 6 বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী মায়েদের সম্প্রদায়ের জন্য এবং পরিপূরক খাদ্য সরবরাহ করা হয়।

৪/ ICDS কবে চালু হয়? এটি 1975 সালের 2 অক্টোবর সর্বপ্রথম চালু করা হয়। এবং পরবর্তীকালে কোন কারণবশত এটি বন্ধ করা হয়। এবং পুনরায় এটি 1978 সালে স্তন্যদানকারী মহিলা এবং গর্ভবতী মহিলাদের জন্য চালু হয়।

৫/ ICDS কেনো চালু করা হয় বা এর উদ্দেশ্য গুলি কি কি?তাদের সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা প্রদান করার জন্যতাদের মায়েদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার জন্যবিভিন্ন টিকাদানের উদ্দেশ্যে।তাদের সামাজিক এবং মানসিক দিক গুলি উন্নত করার জন্য।শিশু এবং তার মায়েদের বিভিন্ন পুষ্টি সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য।।মৃত্যুর হার কমানো এবং অসুস্থতার হাত থেকে শিশুদের রক্ষা করবার জন্য।

৬/ অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস এর মধ্যে পার্থক্য কিI–CDS-এর অধীনে পরিষেবাটিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবাগুলি স্বাস্থ্য সম্পর্কিত এবং জাতীয় স্বাস্থ্য মিশন এবং জনস্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে সরবরাহ করা হয়।

৭/ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের যোগ্যতা–বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৮/ অঙ্গনওয়াড়ির গুরুত্ব--ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস (ICDS) এর অধীনে 1975 সালে চালু করা হয়েছিল, প্রোগ্রামটি শিশুর ক্ষুধা এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছিল

আরোও পড়ুন,

Damage Repair Hair Oil – ভেঙে যাওয়া চুলকে পুনরায় ফিরিয়ে আনতে ব্যবহার করুণ- এই ৩ তেল

Breakfast Ideas For Kids Indian – বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *