Spread the love

আমাদের সকলের জীবনে আই ক্রিম খুব জরুরি…..!! কারণ প্রতিদিনের স্ট্রেসফুল জীবন, রাত জাগা, অতিরিক্ত স্ক্রিন টাইম সবকিছু মিলিয়ে আমাদের চোখ ক্লান্ত হয়ে পড়ে। তখন ধীরে ধীরে বয়সের প্রথম ছাপটা শুরুতেই বোঝা যায় চোখের চারপাশে। বয়সের ছাপ বা ক্লান্তি দূর করতে পারে আইক্রিম। চেহারার সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চোখের উপর। চোখের সৌন্দর্য ধরে রাখতে তাই নিয়মিত যত্ন নিতে হবে চোখের যত্নে সেরা আই ক্রিম সম্পর্কে জানাবো আজকে। চলুন তাহলে জেনে নেয়া যাক,,আইক্রিম কেন ও কীভাবে ব্যবহার করবেন …..

  • আইক্রিম কী

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের চারপাশে যত্নের অভাবে দেখা দেয় রিংকেল, ফাইন লাইন, পাফিনেস, ডার্ক সার্কেল। ত্বকের ময়েশ্চারাইজার এ সমস্যা দূর করতে পারে না। আইক্রিম এমন ময়েশ্চারাইজার, যা চোখের যত্নে জন্যই বানানো হয়।

  • কেন বেছে নেবেন

ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের চোখের ওপর চাপ পড়তেই থাকে। আমরা যখন কথা বলি, হাসি, মুখে কোনো ধরনের এক্সপ্রেশন দিই, তখনো কিন্তু আমাদের চোখের আশপাশের মাসলগুলোর নাড়াচাড়া হয়। নিয়মিত এই মুভমেন্ট বা স্ট্রেসের কারণে চোখের চারপাশে ড্রাইনেস দেখা দেয়। এ সমস্যা কমাতে পারে আইক্রিম। সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বকের মতো চোখের চারপাশও উজ্জ্বলতা হারায়। চোখের নিচে রিংকেল, ফাইন লাইন ক্রিয়েট হয় সূর্যের তাপ থেকেই। ধীরে ধীরে কমে যায় কোলাজেন উৎপাদন। কোলাজেন ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে।

  • কীভাবে ব্যবহার করবেন

প্রথমে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে টোনার দিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী সিরাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আঙুলে অল্প পরিমাণ আইক্রিম লাগিয়ে মাসাজ করার জন্য রিং ফিঙ্গার ব্যবহার করুন। চোখের ঠিক নিচে ছোট ছোট ফোঁটায় আইক্রিম লাগিয়ে মাসাজ করতে হবে। রাতে এপ্লাই করলে সবচেয়ে ভালো।।

  • Inkey List Retinol Eye Cream Review “” “

ইনকি লিস্ট রেটিনল আই ক্রিম বিশেষভাবে তৈরি করা হয়েছে সূক্ষ্ম রেখা এবং বলির উপস্থিতি কমাতে এবং আপনার সবচেয়ে ভঙ্গুর ত্বককে অতিরিক্ত সমর্থন দেওয়ার জন্য। আমাদের রেটিনল আই ক্রিমটি ধীরে ধীরে রিলিজ হওয়া ভিটামিন এ ডেরিভেটিভস দিয়ে তৈরি করা হয়েছে। এটি স্কিনকে ময়েশ্চারাইজড রাখে এবং স্কিনে থাকা পানির পরিমাণ ব্যালান্স করে। রেগুলার এই ক্রিম ব্যবহারে পিগমেন্টেশন, ক্রিজ ও রিংকেলের সমস্যা কমে আসে। ।একইসাথে আই ক্রিমটি স্কিন টোন ইভেন করতে হেল্প করে এবং স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়।

Read More,

3 Best Night Cream For Oily Skin: ত্বকের কালো দূর করতে চান? তাহলে রাতের রুটিনে রাখুন নাইট ক্রিম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *