Spread the love

আবহাওয়া যেমনই হোক, ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি….ঘরে-বাইরে যেখানেই থাকি না কেন বিভিন্ন কারণে ত্বকের আর্দ্রতা কমে ত্বক হয়ে ওঠে শুষ্ক, নিষ্প্রাণ। তাই ময়েশ্চারাইজার ত্বকের এই হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে খুবই সহায়ক। আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে অকালে বুড়িয়ে যায়। ত্বকের কোমলতা ধরে রাখতে, মুখের খড়খড়ে ভাব দূর করতে এবং অকালে বয়সের ছাপ রোধ করতে ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই।

কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

ত্বকের ধরন অনুযায়ী নানা ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। আপনার ত্বকের ধরন বুঝে উপযুক্ত ময়েশ্চারাইজার বেছে নিন। শুষ্ক ত্বকের জন্য অয়েল বেসড ময়েশ্চারাইজার ভালো। কারণ শুষ্ক ত্বকে আর্দ্রতা প্রয়োজন সবচেয়ে বেশি। তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার বেজড ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

Lacto Calamine Moisturizer Benefits

Lacto Calamine Oily Control Lotion: জল ভিত্তিক স্মার্ট সলিউশন তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত, অ-চর্বিযুক্ত, প্রয়োগে হালকা টেক্সচার অনুভব করে। ল্যাক্টো ক্যালামাইন ডেইলি ফেস কেয়ার লোশন হল একটি প্যারাবেন মুক্ত সূত্র, আপনাকে প্রতিদিন একটি পরিষ্কার, ম্যাট মুখ দেওয়ার জন্য উপযুক্ত। এটি ব্রণ, কালো দাগ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং প্যাচা ত্বকের মতো সমস্যাগুলি দূরে রাখতে সাহায্য করে।

Lacto Calamine Moisturizer Uses

কখন ব্যবহার করবেন

সকালে মুখ ধোয়ার পর বা স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। বিশেষ করে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরপরই ময়েশ্চারাইজিং করে নেওয়া ভালো। অনেকে রাতে ঘুমানোর আগে ত্বকে কোনো প্রসাধনী ব্যবহার করেন না। কিন্তু ঘুমানোর আগে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে সারাদিন ত্বক কোমলতা বজায় থাকে, ত্বক কোমল ও প্রাণবন্ত হয়।

Read More,

Mamaearth Moisturizer For Dry Skin: শীতকালের বেস্ট ময়শ্চারাইজার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *