Spread the love

Lakme sunscreen SPF 50 uses: আজকাল ত্বকের সমস্যা লেগেই থাকে কিছু না কিছু…. গরমে ত্বকে ছোপ বেশি দেখা যায়…. এমনকি অল্প বয়সে ত্বক বুড়িয়ে যায় …. তাই ত্বককে রক্ষা করতে দিনের বেলায় স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করা ইম্পরট্যান্ট একটি স্টেপ। তাই আজকে আমি একটি বেস্ট সানস্ক্রিনের নাম বলবো…..

ত্বকের যত্নে সেরা সানস্ক্রিন

সানস্ক্রিন কী এবং কেন ইউজ করবো?

সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বককে মারাত্মক ক্ষতি করে থাকে। এই আলট্রাভায়োলেট রশ্মি থেকে নিজের ত্বককে সুরক্ষা দিতে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন প্রোডাকশন দিন দিন কমতে থাকে, ফলে কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।

এছাড়া র‍্যাশ, রেডনেস, স্কিনে ইরিটেশন হওয়া, স্কিন টোনের তারতম্য, মেলাজমা বা মেসতার মত সমস্যাও দেখা দেয়। Lakme Sunscreen SPF 50 সানস্ক্রিন UVA এবং UVB রশ্মির বিরুদ্ধে ত্বককে রক্ষা করে। রোদে পোড়া, কালো দাগ এবং অকাল বার্ধক্য প্রতিরোধ করে,, ত্বক ময়শ্চারাইজ করে এবং এটি উজ্জ্বল করে তোলে; ট্যান লাইন প্রতিরোধ করে।নিয়মিত ব্যবহারে ত্বকের টোন হালকা করে,,।

মুখের জন্যে সেরা সানস্ক্রিন

ইউ ভি এ এবং ইউ ভি বি থেকে ত্বককে রক্ষা করে। ফলে সানবার্ন এবং বয়সের ছাপ পরা প্রতিহত হয়।এই সানস্ক্রিনে এসপিএফ ৫০ রয়েছে, যা সূর্যের ইউ ভি রে থেকে ৯৮% পর্যন্ত সুরক্ষা করতে পারে। এটি স্কিনকে হাই প্রোটেকশন দিয়ে থাকে। খুব লাইট ওয়েট হওয়ায় সানস্ক্রিনটি সহজে স্কিনে মিশে যায়।

স্কিনে তেলতেলে ফিল হয় না, ফলে অয়েলি স্কিনেও ইজিলি ব্যবহার করতে পারবেন। ডাবল লেয়ারে স্কিনকে প্রোটেক্ট করতে এই সানস্ক্রিনটি বেশ কার্যকরী।

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম

প্রতিদিন ব্যবহারের জন্য উপযোগী কারণ সানস্ক্রিনটিতে এসপিএফ ৫০+ এবং পিএ+++ রয়েছে।এতে গ্লাইকোফ্লিম ১.৫পি রয়েছে, যা প্রিম্যাচিউর এজিং প্রিভেন্ট করতে বেশ ভালো কাজ করে।

আরোও পড়ুন,

Night Skin Care:জেল্লাদার ত্বক পেতে ৫ নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *