Spread the love

lok sabha mahua moitra : ২ দিন ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বেশ চর্চা হচ্ছে।। আদানি গোষ্ঠীর প্রতি ‘অন্যায্য পক্ষপাতিত্বে’র অভিযোগে বিজেপির বিরুদ্ধে এই দুই দল বরাবরই সরব। মহুয়া-কাণ্ড সেই বৃহত্তর প্রতিবাদেরই অঙ্গ হয়ে উঠেছে।

  • সাংসদ পদ খারিজ প্রায় নিশ্চিত
  • মহুয়া মৈত্রের বহিষ্কার প্রসঙ্গে কী বললেন নিশিকান্ত দুবে?

কয়েক মাসের মধ্যেই আসছে লোকসভা ভোট। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি যে ভাবে ‘গণতন্ত্রকে শেষ করেছে, তার বিরুদ্ধে লড়াই জারি রাখতে মহুয়াকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আবার দলের প্রার্থী করবেন। অন্য সময়ে বিজেপি ও তৃণমূলের ‘সেটিং’ তত্ত্বে মুখর থাকেন মহম্মদ সেলিম, অধীর চৌধুরীরা।

মহুয়া-কাণ্ডে সেই তির ঘুরিয়ে দিয়ে শুভেন্দু বলতে শুরু করেছেন, ‘চোর তৃণমূলের বি টিম’ আসলে সিপিএম ও কংগ্রেসই! বোঝাই যাচ্ছে, ভোট যত কাছে আসবে, শুভেন্দুরা এই আক্রমণের ঝাঁঝ তত বাড়াবেন।বোঝা গেল, ফোন চালু আছে। কিন্তু তিনি সম্ভবত সেটা বুঝতে পারেননি। এ সব ক্ষেত্রে ধূর্ত, চতুর এবং সুযোগসন্ধানী সাংবাদিকের ম্যানুয়্যাল বলে, হুঁ-হুঁ বাওয়া, রহস্যের গন্ধ।

ফোনটা কেটো না। বরং কানটা আরও সজাগ রাখো। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় বৃহত্তম বিরোধী দলের নেতা অধীর গোড়া থেকেই মহুয়ার পক্ষে দাঁড়িয়েছেন। অভিযোগ করেছেন, আদানির বিরুদ্ধে সরব হওয়ায় রাহুল গান্ধীর কণ্ঠরোধের চেষ্টা হয়েছে, মহুয়ার ক্ষেত্রেও তা-ই। প্রথম দিকে মহুয়ার নিজের দল তৃণমূল বরং ‘নীরব’ ছিল।

কংগ্রেস ও সিপিএম জোর গলায় মহুয়ার পাশে দাঁড়ানোর পরে তৃণমূল ধীরে ধীরে অবস্থান স্পষ্ট করেছে। অধীরের কথায়, ‘‘সতীর্থ এক জন সাংসদের সঙ্গে অন্যায় হচ্ছে বলে এক জন সাংসদ এবং লোকসভায় আমাদের দলের নেতা হিসেবে প্রতিবাদ করেছি। তদন্তে নিরপেক্ষতা ও কোনও পদ্ধতি যে মানা হয়নি, সেই প্রশ্ন তুলেছি।

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘মহুয়ার সঙ্গে যা করা হয়েছে, তার পদ্ধতি একেবারেই ঠিক নয়। কিন্তু এর পরে ভোটে গিয়ে কী বলা হবে, তার উত্তর পাওয়া মুশকিল! এদিন মহুয়াকে বহিষ্কারের পরই সংসদ ভবনের বাইরে গান্ধি মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিও৷

সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ সব শেষে বহিষ্কৃত তৃণমূল সাংসদ বলেন, ‘মানুষের যখন বিনাশ হয়ে তখন সবার প্রথমে বুদ্ধি লোপ পায়৷ এটাই আপনাদের শেষের শুরু৷

Read More,

Top 10 Best Winter Treks In India : শীতের মরশুমে ট্রেকিং-এর প্ল্যান? রইল দেশের সেরা স্পটের হদিশ

Abhishek Bachchan And Aishwarya Rai Divorce News : শেষমেষ ঐশ্বর্য ও অভিষেকের সংসারে হলো বিচ্ছেদ! কারণ জানালো ঐশ্বর্য

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *