Spread the love

আঁচিল ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়…. এটি ত্বকের এক বিব্রতকর সমস্যা। মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এটি হতে পারে। ক্যানসারের ভাইরাস লুকিয়ে থাকে এতে। তাই সচেতন হওয়া জরুরি।

আঁচিল কেন হয়?

সাধারণত এক ধরনের ভাইরাসের কারণে আঁচিল হয়ে থাকে। এই ভাইরাসটির নাম হিউম্যান প্যাপিলোমা। ক্রমশ এর সংক্রমণের হার বাড়তে থাকে। যার ফলে আঁচিল বড় হয়। একেক জনের ক্ষেত্রে এর বৃদ্ধি একেক রকম হয়ে থাকে।

আঁচিল দূর করার মলম

আঁচিল দূর করার উপায় “””

১/ অ্যাপল সিডার ভিনেগারভিনেগারে একটু গোলাপ জল মিশিয়ে তুলো আঁচিলের ওপর রেখে দিন সারা রাত। অ্যাপল সিডার ভিনেগারে রয়েছে প্রচুর অ্যাসিড। আঁচিলের সমস্যা কমাতে সাহায্য করে এ উপাদানটি।

২/ আঁচিল দূর করার জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন। খোসার ভেতরের অংশ দিয়ে দিনে দু–তিনবার আঁচিলের ওপর ঘষুন কিংবা খোসার পেস্ট মধুর সাথে বানিয়ে নিন। সারা রাত আঁচিলের ওপর লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন।

৩/ নারকেল তেল: নারকেল তেল শরীর থেকে অবাঞ্ছিত তিল মুছে ফেলতে পারে,, শরীর থেকে আঁচিল তুলে ফেলতেও করতেও নারকেল তেল ব্যবহার করতে পারেন৷ এজন্য নারকেল তেল নিয়ে হালকা গরম করে তিলের ওপর মালিশ করুন। এটি নিয়মিত করলে আপনার আঁচিলের রং হালকা হতে শুরু করবে।

আঁচিল দূর করার ঘরোয়া উপায়

৪/ কাটা আলু: শরীর থেকে অবাঞ্ছিত তিল দূর করতেও আলুর ব্যবহারও উল্লেখ্যযোগ্য। এর জন্য, যেখানে সমস্যা সেই জায়গায় একটি টুকরো আলু রাখুন। এর পর আঁচিলের বা তিলের ওপর ধীরে ধীরে ঘষুন। এই প্রক্রিয়াটি দিনে ৩ থেকে ৪ বার করতে হবে।

আর যদি ক্রিম ব্যবহার করতে চান তাহলে এই দুটি ইউজ করতে পারেন —-

১/ Wart Removal Lotion, Painless Mole Removal Paste : এই ন্যাচারাল ওয়ার্ট রিমুভার প্রাকৃতিক উপাদান যেমন হালদি, মাঝি, সাজজিখার এবং চুনা দিয়ে তৈরি। ধারাবতী আপনার জন্য এনেছে কার্যকর কিন্তু মৃদু এবং প্রাকৃতিক বিকল্প সমাধান।ধারাবতী মাসা নাশক পেস্ট দ্রুত এবং দ্রুত শক্তিশালী ওয়ার্ট/মোল রিমুভার দ্রুত কাজ করে এবং শুধুমাত্র একটি প্রয়োগের মাধ্যমে আপনাকে অল্প সময়ের মধ্যে কার্যকর ফলাফল দেয়। আপনি মুখের আঁচিল, ঘাড়ের আঁচিল, আঙুলের আঁচিল বা পায়ের প্ল্যান্টার ওয়ার্টস মুছে ফেলতে এই সূত্রটি ব্যবহার করতে পারেন।

২/ MISSDOLL Warts Remover Ointment Wart Treatment Cream: কিভাবে ব্যবহার করবেন: একটি তুলো swab উপর ক্রিম চেপে; আপনার ত্বক ট্যাগ উপর swab রাখুন; দিনে চারবার পর্যন্ত এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন; ক্রিম ট্যাগটি শুকিয়ে যেতে পারে যতক্ষণ না এটি পড়ে যায়। ওয়ার্ট ক্রিমটি ওয়ার্টের ভিতর থেকে দ্রুত প্রবেশ করে এবং কাজ করে, ভিতর থেকে ওয়ার্টের গঠনকে ভেঙ্গে দেয়।।

Read More,

Stretch Mark’s Removal Cream India: স্ট্রেচ মার্ক দূর করার ক্রিম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *