Spread the love

আগেকার দিনে রূপচর্চার জন্য বাইরের প্রোডাক্ট ব্যবহার না করে ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করতো… সেখানে প্রাধান্য পেত প্রাকৃতিক উপাদান। আর সবচেয়ে বেশি ব্যবহার করা হত মুলতানি মাটি। তবে, রূপচর্চার দুনিয়ায় আজও মুলতানি মাটির গুরুত্ব কমেনি। কিনতু সঠিক ফল পেতে চাইলে সঠিক ব্যবহার টাও জানতে হবে…. তাই আজকে তোমাদের বলবো কোন উপায়ে মুলতানি মাটি ব্যবহার করবেন……

মুলতানি মাটি ত্বকের যত্নে কি কি উপকার করে??

✓ মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে সেরা ফল এনে দেয়। ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত তেল, ময়লা, মেকআপ পরিষ্কার করে দেয়। ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে পারে।

✓ মুলতানি মাটি ব্যবহার করলে শুষ্ক ত্বকে উজ্জ্বলতা আসে। এই উপাদানটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে।

✓ মুলতানি মাটি কোন স্কিনের জন্য ভালো?মুলতানি মাটি তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের জন্য বেস্ট।। , যেহেতু এটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ, তাই এটি ব্যাকটেরিয়াও মেরে ফেলে যা ব্রেকআউট কমাতে সাহায্য করে।

ব্যবহার করবেন যেভাবে —

১) মুলতানি মাটির ফেসমাস্ক সবচেয়ে বেশি কার্যকর। এক চামচ মুলতানি মাটির সঙ্গে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় এই ফেসমাস্ক মাখুন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি কীভাবে ব্যবহার করতে হয়

২) ব্রণর সমস্যায় কাজে আসতে পারে মুলতানি মাটি। মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো মিশিয়ে ব্রণর উপর লাগান। দেখবেন দু’দিনের মধ্যে আপনি ব্রণহীন ত্বক পেয়ে গিয়েছেন।

৩) মুলতানি মাটি ব্যবহার করলে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষও পরিষ্কার হয়ে যায়। , এক্ষেত্রে কাঁচা দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।।

৪) মুলতানি মাটি ব্রণ, দাগছোপ, অতিরিক্ত তেলতেলে ভাব দূর করার পাশাপাশি ত্বকের বার্ধক্যকেও দূরে রাখে। এটি আপনার ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে।

আরোও পড়ুন,

Chandan Face Pack: চন্দনের গুণে ত্বক হবে উজ্জ্বল! দেখুন চন্দন পাউডার ব্যবহারের নিয়ম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *