Spread the love

Night Skin Care Routine Steps At Home : সারাদিনে আমরা সকলে সময় পাইনা….. এতো কাজ কর্মের মধ্যে নিজের যত্ন করা হয় না।। কিনতু ত্বক সুন্দর রাখতে আপনার ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আপনার সকাল এবং রাতের স্কিন কেয়ার রুটিন কিন্তু দুটো আলাদা হয়। সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরন করলে আপনি নিজের ত্বকের জন্য খুব স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করে তুলতে পারবেন।

আপনার ত্বক তেলতেলে মানে শুধু যে আপনাকে বাড়তি তেলের সঙ্গে মোকাবিলা করতে হয় তাই নয়, তার সঙ্গে আরও নানা সমস্যাও সামলাতে হয়। তবে রাতে যদি একটু নিয়ম মেনে কিছু টিপস্ ফলো করেন তবে ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে….

রাতে ঘুমানোর আগে মুখের যত্ন

১) ক্লেনজিং করুন : যে কোনও ধরনের ত্বকের যত্নেরই প্রথম ধাপ হল ত্বক পরিষ্কার করা। সারা রাত ধরে মুখে যে তেলময়লা জমেছে, সকালে মুখ ধোওয়ার সময় তা পরিষ্কার হয়ে যায়। এর জন্য আপনি Pond’s Pimple Clear Face Wash ব্যাবহার করতে পারেন,, এটি মুখের বাড়তি তেল কমায়, ব্রণ বেরোতেও দেয় না। ভিতর থেকে ত্বক পরিস্কার করে।।

২) মুখ মুছে নাইট সিরাম প্রয়োগ করুন:তিন ফোঁটার বেশি নাইট সিরাম নেবেন না। ভাল করে হাতে ঘষে নিয়ে মুখে লাগান। এর জন্য L’Oréal Paris এর নাইট সিরাম ইউজ করতে পারেন।।

রাতে ত্বকের যত্ন

৩) ময়শ্চারাইজার মাখুনহালকা জেল-বেসড ময়শ্চারাইজার আপনার ত্বক আর্দ্র আর তেলমুক্ত রাখবে দিনভর। এমন ময়শ্চারাইজার মাখুন যাতে ভিটামিন ই আর হ্যালিউরনিক অ্যাসিড রয়েছে। পন্ড’স সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার/ Pond’s Super Light Gel Oil Free Moisturiser-এ দুটি উপাদানই রয়েছে। এটি আপনার মুখকে তরতাজা রাখবে।

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন

৪) আই ক্রিমপ্রতিদিনের ত্বক পরিচর্যার রুটিনে আই ক্রিম রাখা খুব দরকার। এতে ডার্ক সার্কেল কমিয়ে দেবে।। Lakme Absolute Argan Oil Radiance Night Revival Eye Crème ব্যবহার করুন, এটি আপনার চোখের নিচের অংশ উজ্জ্বল রাখবে, কাছে ঘেঁষতে দেবে না ডার্ক সার্কলকে।

গরমে ত্বকের যত্ন নিব কিভাবে

৫) নাইট ক্রিম/সিরামআপনার বয়স বা ত্বকের ধরন যেমনই হোক না কেন, দৈনিক রুটিনে যোগ করুন নাইট ক্রিম বা সিরাম। Lakme Absolute Ideal Tone Refinishing Night Concentrate ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এবং নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে মসৃণ আর উজ্জ্বল।

আরোও পড়ুন,

Skin Whitening Tips: কীভাবে এক রাতে ত্বক উজ্জ্বল করবেন! রইলো ৫ টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *