ঘরে ঘরে এখন হাইপারপিগমেন্টেশনের সমস্যা,, সময়মতো চিকিৎসা না করলে এটি আপনার ত্বককে নষ্ট করে দিতে পারে, এমনকি আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়,,, অনেকের প্রশ্ন হাইপার-পিগমেন্টেশন নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? আজ সেটি শেয়ার করবো আপনাদের সঙ্গে..
হাইপার পিগমেন্টেশন কেন হয়
হাইপারপিগমেন্টেশন কি? (What Is Hyperpigmentation?)
হাইপারপিগমেন্টেশন হল পুরুষ ও মহিলাদের সাধারণ ত্বকের সমস্যা। এটি ত্বককে কালো করে এবং ছোট ছোট কালো দাগ হিসেবে মুখে দেখা দেয়। পিগমেন্টেশনের প্রধান কারণ হল মেলানিন, তবে এটি সূর্যের অরক্ষিত এক্সপোজার, বংশগতি, হরমোনের পরিবর্তন, ইত্যাদি কারণে হতে পারে। এটি সাধারণত মুখে দেখা দেয় ।।
১) দই ও লেবুর সাহায্যেও ত্বকের পিগমেন্টেশনের সমস্যা দূর করা যায়। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক ফর্সা করতে কাজ করে। ব্যবহারের জন্য, একটি পাত্রে দুটি মিশ্রণ মিশিয়ে মুখে লাগাতে হবে। সপ্তাহে ২ দিন ব্যবহার করলে দেখবেন কিছুদিন পরেই দূর হয়ে যাবে পিগমেন্টশন।
২) চন্দন এটি অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে যা ত্বকের সমস্যার বিরুদ্ধে লড়াই করে। এর সাথে, এটিতে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে আপনার হাইপার-পিগমেন্টেশন সমস্যার রোধের জন্য আদর্শ করে তোলে। চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে মুখে অ্যাপ্লাই করবেন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।।
কিভাবে মুখ থেকে পিগমেন্টেশন স্থায়ীভাবে দূর করবেন
৩) লেবু লেবু ত্বকের কালো দাগ এবং প্যাচ হালকা করার জন্য একটি দুর্দান্ত তেল। লেবুর তেল ত্বকের টোন হালকা করতে সাহায্য করে এবং এতে ভিটামিন সি থাকে যা ত্বকের কোষের মেলানিন উৎপাদন কমায়।
৪) আলুতে রয়েছে অ্যান্টি-পিগমেন্টেশন বৈশিষ্ট্যে। পিগমেন্টেড এলাকা এবং দাগগুলিতে বেশ ভাল কাজ করতে পারে। এইজন্য একটি আলু অর্ধেক করে কেটে টুকরো করা অংশ জলের মধ্যে ডুবিয়ে রাখুন। প্রায় ১০ মিনিটের জন্য ত্বকের উপর বৃত্তাকার ভাবে আলুর টুকরোটি আলতো করে ঘষুন। সঙ্গে চিনি নিতে পারেন,, তারপর হালকা গরম জল দিয়ে মুখে ধুয়ে ফেলুন।
পিগমেন্টেশন দূর করার ঘরোয়া উপায়
৫) নারকেল তেল ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকেও ত্বককে বাঁচাতে সহায়তা করে। কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মুখের ত্বকে ভালভাবে মাসাজ করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই পদ্ধতিটি মেনে চললেই সুফল পাবেন।
আরোও পড়ুন,
Winter Skin Care (শীতের রাতে ত্বক কোমল রাখতে ব্যবহার করুন একটি উপাদান)