Spread the love

Weeding Skin Care Tips: বিয়েবাড়ি যাওয়ার আগে কতকিছু আমাদের প্রিপারেশন নিতে লাগে,, কি পড়বো কি করবো ত্বকের যত্ন আরোও কতো কী….বাজারে এমন কিছু প্রসাধনী আছে, যা ব্যবহার করলে ত্বকে তৎক্ষণাৎ জেল্লা আসে, তবে সেইগুলিতে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক। কিছুদিন পর সেগুলোর ফল খারাপ আসে…তাই ঘরেই ঘরোয়া উপকরণে বাড়িতেই কয়েকটি ফেস প্যাক বানিয়ে ফেলুন…. যা ইনস্টান্ড গ্লো পাবেন ত্বকে…

Weeding Skin Care Tips At Home

১/ দই আর লেবুর রসের গুণেই ত্বকে আসতে পারে জেল্লা। ত্বকের সজীবতা বজায় রাখতে এই দু’টি উপকরণ বেশ জরুরি। লেবুর সঙ্গে দই মিশিয়ে মাখতে পারলে ত্বক কোমল ও মসৃণ হয়।

২/ মধু এবং দই প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে ত্বকে মাখলে মৃত কোষ দূর হয়। ফলে ত্বক ভিতর থেকে জেল্লাদার হয়ে ওঠে।

৩/!অ্যালোভেরা ফেস প্যাক: এই প্যাক বানানোর জন্য ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন, তার সঙ্গে মেশান আলুর রস। এবার একটা মিশ্রণ বানিয়ে সেই প্যাক মুখে আর গলায় লাগান। প্যাক মুখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে তিনবার করে এই প্যাক মুখে লাগান।

Pree Weeding Skin Care For Groom

৪/ কফি এবং মধু: এই প্যাক বানাতে এক চা চামচ মধু এবং এক টেবিল চামচ কফি নিয়ে মেশান। তারপর প্যাক বানিয়ে সেটা মুখে লাগান। কিছুক্ষন রেখে হালকা ভাবে মুখ ধুয়ে ফেলুন।এতে যেমন ত্বক মোলায়েম হবে, তেমনই ত্বকে জমে থাকা ময়লা দূর হবে।

৫/ মসুরের ডাল বেটে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে আপনার মৃত কোষ সরিয়ে দেয়।

বিয়ের আগে ত্বকের যত্নের টিপস্

৬/ মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে পুরু করে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

3 Tips For Healthy Skin|সুস্থ্য ও সুন্দর ত্বকের রহস্য

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *