Redmi Note 13 Pro Ultra : এই তো কয়েক দিন আগে চিনে Redmi Note 13 সিরিজ় লঞ্চ হলো ।। দেশের মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 21 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এর মধ্যেই এল ভারতের Redmi ভক্তদের জন্য আর একটি সুখবর। Redmi Note 13 সিরিজ়ের ফোনগুলি সত্যি অসাধারণ।
সেই জল্পনাই এবার সত্যি হতে চলেছে। তিনটি মডেল নিয়ে ভারতের বাজারেও হাজির হচ্ছে এই বহু চর্চিত সিরিজ়। মোট তিনটি ফোন থাকছে এই সিরিজ়ে- Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+।Redmi Note 13 সিরিজ খুব সম্ভবত শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এই সিরিজে থাকবে বহু প্রতীক্ষিত Redmi Note 13 Pro Plus। এছাড়া Redmi Note 13, Redmi Note 13 Pro তো থাকছেই।
এই সিরিজ়ে আরও যে একটি চমৎকার ফোন থাকছে, সেটি হল Redmi Note 13 Pro+। এই ফোনে দেওয়া হচ্ছে কার্ভড ডিসপ্লে। প্রথম বার কোনও Redmi মোবাইলে ডিজ়াইনের দিক থেকে বড়সড় পরিবর্তন করা হচ্ছে। যে টিজ়ার ছবিগুলি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে ভলিউম রকার, এবং ফোন এর ডিজাইন।।
কী কী জানা গিয়েছে Redmi Note 13 Pro Plus সম্পর্কে?
চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তরফে Weibo প্ল্যাটফর্মে জানানো হয়েছে Redmi Note 13 Pro Plus ফোনটিতে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। বলা হয়েছে যে এই ফোনের এই সেন্সরে 4 গুণ জুমের সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ জুম করে ছবি তুললেও দুর্দান্ত সব ছবি তোলা যাবে তাও দারুন রেজোলিউশনে। ছবি কোনো ভাবে ফেটে যাবে না।।
MEMORY(মেমোরি)
Card slot NoInternal 256GB 12GB RAM, 512GB 12GB RAM, 512GB 16GB RAM UFS 3.1
MAIN CAMERA( মেইন ক্যামেরা)
Triple 200 MP, f/1.7, (wide), 1/1.4″, 0.56µm, multi-directional PDAF, OIS8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4″, 1.12µm2 MP, f/2.4, (macro)Features Dual-LED dual-tone flash, HDR, panoramaVideo 4K@24/30fps, 1080p@30/60/120fps
এছাড়া জানানো হয়েছে Redmi Note 13 Pro Plus ফোনটিতে কার্ভড এজ ডিসপ্লে থাকবে। যদি এটা সত্যি হয় তাহলে এটিই প্রথম Redmi ফোন হবে যেখানে এমন ডিসপ্লে দেখা যাবে। একই সঙ্গে জানানো হয়েছে এই Redmi Note 13 Pro Plus ফোনটির ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন সহ 120 Hz রিফ্রেশ রেট থাকবে। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে Redmi Note 13 Pro Plus ফোনটিতে।
অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে চার্জ হবে এই ফোন।এই বিষয়ে বলে রাখা ভাল Redmi Note 12 Pro Plus ফোনটিতে কিন্তু 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4980mah ব্যাটারি ছিল। অর্থাৎ সেই তুলনায় আরও ভাল হতে চলেছে Redmi Note 13 Pro Plus -এর ব্যাটারির মান।
Redmi Note 13 Pro Plus features
এই ফোন দুটি হল Redmi 12 5G এবং Redmi 12 4G। এই দুটোই হল এন্ট্রি লেভেল ফোন। Redmi 12 5G এবং Redmi 12 4G -এর দামRedmi 12 4G ফোনটির দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে। এই দামে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেল কেনা যাবে। 10,499 টাকার বিনিময়ে পাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। Flipkart থেকে এখন কেনা যাচ্ছে এই ফোন।
Read More,