Spread the love

আপনার কি স্যামসাংয়ের ফোন?? তাহলে প্রথমেই বলি আর্টিকেল টি মন দিয়ে পড়ুন….একজন হ্যাকার আপনার অজান্তেই ফোন অ্যাক্সেস করতে পারবে। এই কথা মাথায় রেখেই এই সতর্কতা জারি করেছে সিইআরটি। স্য়ামসাং গ্যালাক্সি (Samsung Galaxy) ইউসারদের সতর্কতা জারি করল ভারত সরকার। ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের দৌলতে (CERT-In) লক্ষ লক্ষ স্যামসাং গ্যালাক্সি (Samsung Galaxy) ফোনে একাধিক দুর্বলতা ধরা পড়েছে। যা পুরনো এবং নতুন উভয় মডেলেই দেখা যাচ্ছে।

  • স্যামসাং গ্যালাক্সি নিয়ে বড় সতর্কতা জারি সরকারের
  • কেনো এরকম সিদ্ধান্ত

সরকার স্যামসাং মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য উচ্চ-ঝুঁকির সতর্কতা জারি করেছে। স্যামসাংয়ের ঝুঁকিপূর্ণ ডিভাইসগুলির মধ্যে রয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ সহ আরও বেশকিছু সিরিজ। স্যামসাংয়ের তরফে একটি আপডেট দেওয়া হয়েছে ব্যবহারকারীদের। আপনারা যদি দ্রুত এই আপডেট দেন,, তাহলে আপনার ফোন নিরাপদে থাকবে।।

চলতি সপ্তাহে, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি (CERT)-র পক্ষ থেকে জানানো হয়েছে, স্যামসাং-এর ফোনের সেটগুলিতে একাধিক দুর্বলতা রয়েছে। সিইআরটি-র প্রতিবেদন অনুসারে, স্যামসাং-এর যে মোবাইল ফোনগুলিতে অ্যান্ড্রয়েডের ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর সংস্করণ ব্যবহার করা হয়েছে, সেই ফোনগুলিই এই হুমকির মুখে রয়েছে।

এই দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে সব করতে পারে সাইবার অপরাধীরা? সাইবার অপরাধীরা আপনার ফোন থেকে সিম নম্বর বা পিন নম্বর চুরি, ব্যক্তিগত ইমোজি ফাইলগুলি নিয়ে আপনার সর্বনাশ ডেকে আনতে পারে।। ফোনে থাকা ফাইলগুলি নাড়াঘাটা করা, গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য চুরি, ফোনে নির্বিচারে কোড চালানো, এমনকি, পুরো ফোনের দখলও তারা নিয়ে নিতে পারে। তাই আপনার পরিবারের সদস্য কিংবা আপনার বন্ধুর যদি এই থেকে থাকে তবে তাকে আগে ভাগেই একটু সাবধান করে দেবেন,,এই পোস্টটি শেয়ার করে…..!!!

  • আমাদের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে নিজেকের একটু সচেতন ও সাবধান থাকা খুবই জরুরি…….

Read More,

Winter Hair Care Tips At Home: শীতে চিরুনি করলেই এক গাদা চুল উঠছে? চুল পড়া বন্ধ হবে ৭ দিনে! দেখুন টোটকা

কীভাবে বানালো জামাল কুদু গান অ্যানিমাল সিনেমায়|| গোটা দেশে এই গান এতো ভাইরাল হলো কিভাবে ||Jamal Kudu Meaning In Bengali

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *