Spread the love

শীতকালে চুল পড়ার সমস্যায় আমরা সকলে ভুগে থাকি….!! এই সময় আবহাওয়া এতোই শুষ্ক থাকে যে যার কারণে খুশকি থেকে শুরু করে চুলের গোড়া আলগা হয়ে যায়। চুল পড়ার পরিমাণও বেড়ে যায় বেশ অনেকটাই। মাথার ত্বক শুকিয়ে যাওয়ার কারণে খুশকির হানা প্রবল ভাবে বেড়ে যায়। চুল ঝরতে থাকে।। তাই ঘরোয়া উপায়ে প্রতিদিন চুলের যত্ন নেওয়াটা অত্যন্ত দরকারী। ঘরোয়া কিছু উপায়ে প্রতিরোধ করাই যায় এই সমস্যা।

  • শীতে চুলের যত্নে হেয়ার প্যাক
  • চুলের যত্ন কিভাবে নিতে হয়

১/ যাদের মাথায় খুশকি নেই তারা সপ্তাহে দু’বার করে তেল লাগাতে পারেন এতে চুলের গোড়া মজবুত থাকে। তবে সেই তেল দেওয়াটা শ্যাম্পু করার ৩০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে।

২/ শীতকালে অনেকের চুলের আগা ফেটে যায়। চুলের আগা ফেটে যাওয়া অংশ কেটে ফেলে দেওয়াই ভালো। এতে চুলের বৃদ্ধি হয় দ্রুত।

৩/ চুলে গরম জল দেবেন নাআবহাওয়া যাই হোক না কেন চুলে কখনোই গরম জল ব্যবহার করা উচিত নয়। এতে চুলের গোড়া নরম হয় ও চুলের নানা ক্ষতি হয়।

৪/ অ্যালোভেরা জেল ম্যাসাজচুলের যত্নে অ্যালোভেরার ভূমিকা অনেক ।। শ্যাম্পু করার আগে অ্যালোভেরার জেল দিয়ে মাথায় ম্যাসাজ করে কিছুক্ষণ রাখলে চুলের রুক্ষভাব চলে গিয়ে ময়েশ্চারাইজড হয়।

৫/ শীতকালে স্নানের পরে ভিজে চুল শুকনোর জন্য আমরা বেশির ভাগ সময়ই ব্যবহার করি ব্লো ড্রায়ার। কিন্তু এই ব্লো ড্রায়ারের মাধ্যমে চুল শোকানো যে আরও কত বড় ক্ষতি করতে পারে তার কোনও সীমা নেই। চুল রুক্ষ হওয়া তো রয়েইছে, এ ছাড়া হেয়ার ড্রায়ারের গরম হাওয়া মাথার ত্বকেরও ক্ষতি করে। ঘন ঘন হেয়ার ড্রায়ার চুলের গোড়াকেও নষ্ট করে।

৬/ নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। তাই সপ্তাহে অন্তত একদিন প্রোটিন হেয়ার প্যাক লাগাতেই হবে।

ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আপনি। এতে আপনার চুলও ভালো থাকে। টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। উপকার পাবেন।।

৭/ প্লাস্টিকের চিরুনি বাতিল করে এখন থেকে ব্যবহার করুন কাঠের দাঁড়া যুক্ত চিরুনি। এই উপায় আপনার চুল পড়ার সমস্যা একটু হলেও কমবে।।

Read More,

Cetaphil Cleanser Oily skin ||শুষ্ক ত্বকের জন্য কোন ক্লিনজার ভালো ||শীতে ত্বকের রুক্ষভাব দূর করুন এই ক্লিনজার ব্যবহার করুণ

Can We Apply Sunscreen At Night : রাতে ঘুমানোর আগে সানস্ক্রিন লাগানো যাবে কি || সানস্ক্রিন লাগানোর সঠিক নিয়ম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *