Spread the love

Google Gemini AI login: অত্যাধুনিক AI মডেল ‘জেমিনাই’ মার্কেটে আনল গুগল। যা অবিশ্বাস্য …সকলকে তাক লাগানোর মতো…. এমন সব জিনিস বুঝে নিচ্ছে, যা কীভাবে প্রযুক্তি বুঝতে পারে, সেটা ভাবতে সবাই অবাক।। এর কাজ হলো -নিজে-নিজেই মেসেজের উত্তর দিতে পারবে।। হোয়্যাটসঅ্যাপেও নিজে-নিজে উত্তর দিতে পারবে গুগলের AI মডেল ‘জেমিনাই’। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল (Google) সম্প্রতি লঞ্চ করেছে জেমিনি (Google Gemini AI Model), এ যাবৎ তাদের সবচেয়ে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল (AI Model)।

  • Google ai model gemini project
  • Google Gemini AI release date
  • Google Gemini AI sign up

গুগল বার্ড (Google Bard) – কে আরও শক্তিশালী করবে এই জেমিনি এআই। এছাড়াও গুগল পিক্সেল (Google Pixel Phone) ফোনে এআই ফিচারের ভিত সুদৃঢ় করতেও সাহায্য করবে এই লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)। গুগলের জেমিনি এআই লঞ্চ হয়েছে মোট তিনটি সাইজে- ন্যানো, প্রো এবং আলট্রা। তিন ধরনের আলাদা আলাদা কাজ করবে এগুলি।।কোনও অজানা সিনেমার দৃশ্য চলছে? আর সেটা দেখেই সঠিক উত্তর দিয়ে দেবে প্রযুক্তি। এমনই অত্যাধুনিক AI (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল ‘জেমিনাই’ আনল গুগল।

উত্তর খোঁজার সময় মানুষকেও টেক্কা দেবে ‘জেমিনাই’। সেইসঙ্গে দুটি বিষয়ের তুলনা বা পরামর্শ প্রদানের ক্ষেত্রে কতটা পারদর্শী হয়ে উঠেছে ‘জেমিনাই’, তা প্রমাণের জন্য গুগলের তরফে একটি ভিডিয়োও দেখানো হয়েছে।সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে এক ব্যক্তি একটি টেবিলের উপর কাগজ রেখে AI মডেল ‘জেমিনাই’-কে বিভিন্নরকম প্রশ্ন করছেন। কাগজে কিছুটা আঁকছেন।

তারপর AI মডেল জানতে চাইছেন যে সেটা কী এঁকেছেন। তাতে জবাব দিচ্ছে AI মডেল। AI মডেল ‘জেমিনাই’-র পারদর্শিতা। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আঙুলের নড়াচড়ার মাধ্যমে AI মডেলকে পরীক্ষার মুখে ফেলার চেষ্টা করেন। কিন্তু সেই আঙুলের নড়াচড়াও অনায়াসে বুঝে যায়। সঞ্চালক হাত দিয়ে কী করছেন, তা নিখুঁতভাবে বলে দেয়। কোনও পরিস্থিতিতে কোনও মানুষের কী প্রতিক্রিয়া হতে পারে, তা বলে দেয়।টেক জায়ান্ট গুগলের তরফে জানানো হয়েছে, ধাপে-ধাপে AI মডেল ‘জেমিনাই’-কে বাজারে আনা হবে।

প্রাথমিকভাবে ‘ন্যানো’ এবং ‘প্রো’ ভার্সন আসবে। ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন বছরের শুরুর দিকেই ‘বার্ড অ্যাডভান্সড’-এ ব্যবহার করা হবে ‘জেমিনাই’-র আল্ট্রা মডেল। প্রাথমিক ভাবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেই এই পরিষেবা পাবেন ইউজাররা। অন্যদিকে জেমিনি প্রো গুগল বার্ড- এর মধ্যে পাওয়া যাবে একদম বিনামূল্যে। টেক্সট ভিত্তিক পরিষেবার একদম লেটেস্ট, অ্যাডভান্সড, আপগ্রেডেড ও আপডেটেড সমস্ত ফিচার পেয়ে সাহায্য করবে এই জেমিনি প্রো ভার্সান।

Read More,

Mahua Moitra News Bengali ,Age ,Mahua Moitra Husband Photos : মহুয়া মৈত্রের ব্রেকিং নিউজ, মহুয়ার পাশে দল ছিল-থাকবেও!

Ekadashi November 2023: Date ,Time And Rituals ( এ বছর একাদশী কবে? তারিখ, শুভ সময় গুরুত্ব জেনে নিন! একাদশী পারনের সময়সূচী 2023,একাদশী তালিকা ২০২৩)

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *