Spread the love

শীতে রাস্তার দূষণের কারণে নাকের উপর কালো রঙের ময়লা জমে। একে ব্ল্যাকহেডস বলা হয়। অনেকের আবার মানসিক চাপের কারণেও নাকের উপর ব্ল্যাকহেডস জমে। কিন্তু কী করে এই ব্ল্যাকহেডস দূর করা যায়, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। আজ শেয়ার একেবারেই ঘরোয়া উপায়েই সাফ করা যায় এই ব্ল্যাকহেডস। দেখে নিন কীভাবে।

ব্ল্যাকহেডস কী,

আসলে দিনের পর দিন ত্বকে ময়লা জমতেই থাকে। সঠিকভাবে এক্সফোলিয়েট না করলে ত্বকে নানা সমস্যা বাড়তেই থাকে। এইসব জায়গায় ত্বকের পোরস বা রোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা বদ্ধ হয়ে থাকে। সেটাই ব্ল্যাকহেডস।

নাকের দুই পাশে কালো দাগ কেন হয়?

ব্ল্যাকহেডস থেকে মুক্তির উপায়

১/ আমাদের সবার বাড়িতেই এই পেট্রোলিয়াম জেলি আছে। এই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেই ব্ল্যাকহেডস দূর করতে পারেন। এর জন্য গরম জলে একটা তুলো বা কাপড়ের সাহায্যে পেট্রোলিয়াম জেলি ডুবিয়ে নাকের দুপাশে যেখানে ব্ল্যাকহেডস হয়ে আছে, তার উপর ঘষতে থাকুন,,, ও বেশ কিছুক্ষণ মুখের উপর রাখুন। এতে আপনার মুখের রক্ত সঞ্চালন ভালো হবে। এবার তোয়ালে সরিয়ে ওয়াাইপস দিয়ে মুখের উপর থেকে পেট্রোলিয়াম জেলি মুছে নিন ভালো করে।

২/ আলু: কাঁচা আলুর রস তুলোর সাহায্যে নাকের উপরের ত্বক ঘষতে পারেন। তাতে এই ব্ল্যাকহেডস উঠে আসবে। এতে নাকের ত্বকেরও উন্নতি হবে। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

৩/ ডিম: একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। তাতে এক চামচ মধু ও লেবুর রস মেশান। এবার এই মিশ্রণ নাকের উপর লাগিয়ে দিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই কাজটি করলে ব্ল্যাকহেডস দূর হবে সহজেই।

৪/ মধু: এই কাজের জন্য মধুও দারুণ। মধু সামান্য গরম করে নিন। তার পরে নাকের উপরে লাগান। তার পরে ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। তাতে ব্ল্যাকহেডস কমবে।

৫/ বেকিং সোডা: এক চামচ বেকিং সোডা ও চিনি মেশান। জলটি হালকা গরম হলে ভালো হয়। এবার এই দিয়ে নাকের উপরের ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। তাতেও ব্ল্যাকহেডস কমবে।

আরোও পড়ুন,

Chocolate Face Pack Benefits: চকলেট না খেয়ে ব্যবহার করুন চকলেট ফেস প্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *