আমাদের সকলের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের মধ্যেও তার দাগ- ছোপ পড়তে দেখা যায়। ধীরে ধীরে জেল্লা হারানোর পাশাপাশি ত্বকের চামড়াও লুজ হয়ে যায়… ডার্ক স্পট বলিরেখা দেখা দেয়। এসবের হাত থেকে মুক্তি পেতে অনেকে ব্যবহার করেন ‘রেটিনল’। নাইটক্রিম থেকে শুরু করে ফেস সিরামে ব্যবহার করা হচ্ছে রেটিনল। কিন্তু এই রেটিনল ত্বকের ক্ষয়কে প্রতিরোধ করতে এই রাসায়নিক উপাদান কতটা কার্যকর, জানেন? সবটা নীচে বিস্তারিত বলে দাওয়া হলো…..
ত্বকের যত্নে রেটিনল ব্যবহার
রেটিনল কি???
রেটিনল কোলাজেন গঠন বাড়াতে পারে, ব্রেকআউটের বিরুদ্ধে লড়াই করতে পারে, রেটিনোল হল এক ধরনের রেটিনয়েড। এটি একটি দ্বিধা-পদক্ষেপ রূপান্তর প্রক্রিয়া ব্যবহার করে।। ত্বকের যত্নে রেটিনল এখন মানুষের প্রথম পছন্দ। এই রাসায়নিক পণ্যের মূল উপাদান হল ভিটামিন এ। ভিটামিন এ ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে।
রেটিনল ব্যবহারে কী-কী উপকার মেলে, জেনে নিন….
১) সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের উপর যে বলিরেখা দেখা দেয় তা দূর করতে এটি ব্যবহার করা হয়। রেটিনল ত্বককে পুনরুজ্জীবিত করে তুলতে সাহায্য করে। এটি কোষ গঠনে সাহায্য করে।
রেটিনোল এর কাজ কি
২) রেটিনল ত্বকের টেক্সচারকে উন্নত করতে, সূক্ষ্মরেখা, দাগছোপ, ফুসকুড়ি ইত্যাদি দূর করতে সাহায্য করে।
আরোও পড়ুন,
Reason Of Hair Fall: চুল পড়ার প্রধান কারণ কি? জানেন!
৩) ত্বক উজ্জ্বল ও চকচকে করে:Retinol এমন একটি উপাদান যা আপনার ত্বককে টানটান, উজ্জ্বল, মসৃণ করার পাশাপাশি উজ্জ্বল করে তুলতে পারে।
ত্বকের যত্নে রেটিনোল কীভাবে কাজ করে
৪) রেটিনলের অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে। এটি কোলাজেন উত্পাদনকে উদ্দীপিত করে ।
৫) রেটিনলের অ্যান্টি-একনে সুবিধাও রয়েছে। ব্রণ-প্রবণ ত্বকে ব্যবহার করা হলে, রেটিনল হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডস কমাতে পারে। শুধু তাই নয়, ব্রণের দাগ ও দাগ কমায়।
৬)পাশাপাশি এটি মুখের উন্মুক্ত রোমকূপে জমে থাকা সমস্ত ময়লা, মৃত কোষ দূর করে। এতে ওপেন পোরসের সমস্যাও দূর হয়।
আরোও পড়ুন,
Beauty Skin Tips: সৌন্দর্য ধরে রাখতে ৫ টিপস্ মেনে চলুন