Spread the love

চালের জল আমাদের ত্বকের রূপচর্চায় ব্যবহৃত হয়….. এটা আবার অনেকেই জানেন না…..। জানলে অবাক হবেন এটি আপনার ত্বককে প্রশমিত এবং টোন করতে ,এমনকি ত্বকের বিভিন্ন অবস্থার উন্নতি করতে সহায়তা করে। চালের জলে এমন পদার্থ রয়েছে যা, আপনার ত্বককে রক্ষা এবং মেরামত করতে সহায়তা করে।

রান্না করার আগে চাল ভাল করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়। সেই জল ফেলে দিয়ে ফের একবার নতুন করে জল দিয়ে ভাত রান্না করা হয়। সেই জল কাজে লাগাতে পারেন,,, ভাত (Rice) হল ভারতীয়দের অপরিহার্য একটি অংশ। মায়েরা বলে পেট খারাপ ও পেটের নানা সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে এই ভাতের জল। জাপান বা কোরিয়ান স্কিনকেয়ার রুটিনগুলি (Skin Care Routine) দেখলে দেখা যায়, সৌন্দর্য বজায় রাখতে ভাতের ব্যবহারকে প্রাধান্য দেওয়া হয়েছে।

চালের জল দিয়ে রূপচর্চা

  • চাল ধোওয়া জলের গুন”””

চাল ধোওয়া জলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, প্রচুর মিনারেল। চাল ধোওয়া জল ত্বককে ময়েশ্চারাইজড করতে সাহায্য করে।

  • ত্বকের জন্য চালের জলের উপকারিতা””””

✓ ত্বকে কোনো দাগ থাকলে, সেটি হালকা করতে চালের জল ব্যবহার করার পরামর্শ দাওয়া হয়…..।প্রকৃতপক্ষে, সাবান, টোনার এবং ক্রিম সহ প্রচুর বাণিজ্যিক পণ্যগুলিতে চালের জল থাকে।

✓ একজিমা, ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা কমাতে এই চালের জল ব্যবহার করতে পারেন,, এটি নিরাময়ে সহায়তা করে।

চালেরপানি দিয়ে ফর্সা

✓ টোনার হিসাবে ব্যবহার- চাল ঝরানো জলের সাথে দিন গোলাপ জল। এরপর তা ত্বকে লাগিয়ে নিন। এটি দারুন টোনার হিসাবে কাজ করবে। রাতে অ্যাপ্লাই করতে পারেন।।

✓ ক্লিনজার হিসাবে কাজ করবে? এলোভেরার সঙ্গে চালের জল মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এটি ঘড়ির কাঁটার মতো করে গালের দুপাশে ১০ একে ১৫ মিনিট ঘষে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

✓ ফেস সিরাম বানিয়ে নিন- চালের জলের সঙ্গে এতে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে পারেন, তারপর তা মিশিয়ে নিন। এরপর একটি বোতলে নিয়ে তা ভাল করে ঝাঁকিয়ে নিন। আর তারপর তা মুখে লাগিয়ে নিন। এতেই পাবেন পরিষ্কার ধবধবে ত্বক।

Read More,

5 Side Effects Of Rice Water On Hair: চাল ধোয়া জল চুলে দিচ্ছেন? এতে চুলের ক্ষতি করছেন নাতো?

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *