Spread the love

ত্বকের যত্ন নেওয়ার জন্যে কম বেশি আমরা প্রত্যেকেই ঘরোয়া টোটকার উপরে ভরসা রাখি। ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরে তৈরি ফেসপ্যাক অনেকেই ব্যবহার করে থাকেন। মুলতানির ফেসপ্যাক যেমন প্রত্যেক বাঙালি পরিবারেই খুব জনপ্রিয়, একইভাবে চন্দনের গুণাগুণও আমাদের অজানা নয়। চন্দনের গুণে আমরা পেয়ে যেতে পারি চকচকে একটি ত্বক,,,

আসল চন্দন চেনার উপায়

ত্বকের যত্নে ঠিক কতটা উপকারী চন্দন?

**নিয়মিত চন্দন মাখলে মুখের বলিরেখা দূর হয়।

**ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

**ব্রনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

** ত্বকের জেল্লা বাড়ে।

**মুখের মেছতার দাগ মলিন করে।

কিভাবে ব্যবহার করবেন —-

১/ সানবার্ন সারিয়ে তুলতে সাহায্য করে এই প্যাক,, তার জন্য একটি পাত্রে ২ চামচ চন্দনগুঁড়ো নিন। এর মধ্য়ে পরিমাণ মতো দুধ মেশান, যাতে একটি ঘন মিশ্রণ তৈরি হয়। মিশ্রণটি যেন খুব পাতলা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। মুখে এবং গলায় লাগিয়ে নিন এবার। ১০ মিনিট অপেক্ষা করার পরে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন নিজেই আমি আর কিছু বললাম না।।

আরোও পড়ুন,

Strawberry Face Pack:মাত্র ২ দিনে ত্বকের জেল্লা ফুটে উঠবে! ব্যবহার করুন স্ট্রবেরি ফেসপ্যাক

২/ হলুদ এবং চন্দন, এই দুই উপাদানই ত্বকের জন্য খুব ভালো। এক টেবিল চামচ চন্দন গুঁড়ো, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিন। এই দুই উপাদান একটি পাত্রে ভালো করে মিশিয়ে মুখে ভালো করে লাগিয়ে নিন। ঘাড়ে ও গলায় লাগিয়ে নিতে ভুলবেন না। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

নিখুঁত সুন্দর ত্বক পেতে চন্দনের ৫ টি প্যাক ব্যবহার করুন

৩/ চন্দনের এই ফেসপ্যাক ট্যান কমাতে সাহায্য করে। টক দই আপনার ত্বক শীতল রাখতে সাহায্য় করে। এছাড়া ট্যান তুলতেও সাহায্য করে। এক টেবিল চামচ চন্দন গুঁড়ো নিন। এক চামচ টক দই নিন। আধ চামচ মধু নিন। সেটি মুখে, ঘাড়ে এবং গলায় ভালো করে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। টোনার লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

আরোও পড়ুন,

Chocolate Face Pack Benefits: চকলেট না খেয়ে ব্যবহার করুন চকলেট ফেস প্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *