শীত এলেই বাতাস শুষ্ক ও ঠাণ্ডা হয়ে যায়, যার প্রভাব প্রথমেই পড়ে ত্বকের ওপর। এই মরশুমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে দেখা দেয় ত্বকের ওপর লালচে ভাব – ফাটা ত্বক ও সাদা রেখা পড়ার সমস্যা ……কিন্তু কিছু সহজ নিয়ম মানলে শীতে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে। যদি ত্বককে সঠিক পুষ্টি ও আদ্রতা দিতে চান তাহলে নিয়মগুলি মানতেই হবে। শীতকালে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। রইলো শীতে ত্বকের যত্নের টিপস্…..
শীতে ত্বকের সুরক্ষায় ৫ টি ঘরোয়া টিপস্
১) শীতের হিমেল হাওয়ায় আমাদের ত্বক ধীরে ধীরে নির্জীব হয়ে পড়ে। তাই অবশ্যই স্কীন টোন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।।।
২) শীতকালে ত্বকের আর্দ্রতা ফেরাতে শিয়া বাটার বা কোকোনাট বাটার যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা অনেকটাই বাড়বে।
৩) মধু- শুষ্ক ত্বকে উজ্জ্বলতা ও মসৃণতা আনতে মধু ব্যবহার করা যেতে পারে। মধুর ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। এটি সরাসরি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলা যেতে পারে। এছাড়াও আপনি মধু ও গোলাপজল মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন।।
শীতে ত্বকের শুষ্কতা দূর করার ৫ টি উপায়
৪) নারকেল তেল- ত্বকের জন্য সবচেয়ে কার্যকর প্রতিকার হল নারকেল তেল। ত্বকে নারকেল তেল লাগালে আর্দ্রতা পাওয়া যায়। শুষ্কতা থেকে রক্ষা পাওয়া যায়…. রাতে ঘুমানোর আগে নারকেল তেল মেখে ঘুমোতে পারেন।।
৫) রাতে নিয়ম করে শুতে যাওয়ার আগে নিয়ম করে নাইট ক্রিম ব্যবহার করুন। এটি ব্যবহার করলে ত্বকের কোমলতা বজায় থাকবে।
শুষ্ক ত্বকের জন্য কি করা উচিত
৬) ত্বকের যত্নে ফেস স্কার্ব জরুরি: পোড়া ভাব কাটাবে এই পেঁপে…পাকা পেঁপে ১ চামচ নিন… সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে প্যাক তৈরি করে পেস্টটা ১৫ থেকে ২০ মিনিট মুখের ত্বকে লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
Read More,
Rice Water For Face: চালের জল ফেলে না দিয়ে, রূপচর্চায় ব্যবহার করুন