Spread the love

স্ট্রবেরি শুধু সুস্বাদু নয়,,, এই ফল ত্বকের যত্নেও ভীষণ কাজে আসে,,, অবাক হচ্ছেন তো?? ত্বকের পোর্স বা ছিদ্রের সমস্যা থেকে মুক্তি দেয় স্ট্রবেরি। এতে রয়েছে ভিটামিন সি, যা ত্বক পরিষ্কার করতে ও ব্রণ থেকে মুক্তি দিতে সাহায্য করে । এছাড়া এর পাশাপাশি ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করে স্ট্রবেরি। জানুন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন স্ট্রবেরি…

১/ স্ট্রবেরি ফেস প্যাক:একটি পাত্রে প্রায় ৩ টি স্ট্রবেরি ম্যাশ করুন। এবার তাতে চিনি মিশিয়ে নিন অল্প পরিমানে,,, হাতে নিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট পরে, পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য, সপ্তাহে ২ থেকে ৩ বার স্ট্রবেরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কারণ এই প্যাক আপনার ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করবে।।

রূচর্চায় স্ট্রবেরি ব্যবহার

২/ কাঁচা দুধ এবং স্ট্রবেরি:কাঁচা দুধ , মধু এবং স্ট্রবেরি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে ১ চামচ কাঁচা দুধ নিন সঙ্গে সামান্য মধু,, এতে স্ট্রবেরি পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এর পর পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য, আপনি সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করতে পারেন।

শীতকালে ত্বকের জেল্লা ফেরাবে স্ট্রবেরি ফেসপ্যাক

৩/ স্ট্রবেরির রস খুব ভাল টোনারের কাজ করে। এর সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল। তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন। রাতেও এই টোনার ব্যবহার করতে পারেন। যে কোনও ধরনের ত্বকের জন্য এই টোনার উপযুক্ত। পরের দিন সকালে দেখবেন ত্বক কতোটা কোমল হয়ে গেছে।।

৪/ স্ট্রবেরির রসের সঙ্গে অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে নিন। এই ফেস মাস্ক সকালে ব্যবহার করুন। ত্বক টানটান থাকবে। বলিরেখা কম পড়বে।

৫/ মধু এবং স্ট্রবেরি প্যাক: একটি পাত্রে স্ট্রবেরিগুলো ভালো করে ম্যাশ করে নিন। এতে মধু মেশান। মধু ও এলোভেরা জেল সঙ্গে স্ট্রবেরি প্যাক দিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এই প্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর পরিষ্কার জল দিয়ে ত্বক পরিষ্কার করুন।

৬/ পেঁপে এবং স্ট্রবেরি প্যাক: ৫ টি স্ট্রবেরি ম্যাশ করুন। এতে পেঁপে যোগ করে একটি পেস্ট তৈরি করুন। পেঁপে ও স্ট্রবেরির প্যাক দিয়ে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এর পর পরিষ্কার জল দিয়ে ভাল করে ত্বক পরিষ্কার করে নিন। দেখবেন আপনার ত্বক আপনার সাথে কথা বলবে….

Read More,

Stylish Party Wear Dresses: বছরের শুরুর পার্টিতে কেমন সাজবেন! রইলো টিপস্

Winter Skin Care: বিয়েবাড়ি যাওয়ার ৫ মিনিট আগে মুখের ময়লা দূর করে ত্বকে এনে দিতে পারে উজ্জ্বলতা এই প্যাক!

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *