Spread the love

Subhashree Ganguly baby name : রাজ-শুভশ্রীর শেষমেষ অপেক্ষার অববসান হলো । দ্বিতীয়বার বাবা-মা হলেন রাজ-শুভশ্রী। ৩০ নভেম্বর সকালেই এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুশিতে রাজ লিখেছেন, ‘আমাদের বাড়িতে ছোট রাজকন্যার আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ ও ভালোবাসা চাই।

হাইলাইটস

  • রাজ-শুভশ্রীর মেয়ের ছবি ?
  • ইতিমধ্যেই নতুন মা শেয়ার করবেন মেয়ের নামকন্যার নামের অর্থ কি জানেন?
  • শুভশ্রী কেমন আছে এখন?

রাজ-শুভশ্রীর কোলজুড়ে কন্যাসন্তান। খবর রটতেই নেট পাড়ায় হইচই মেতে গেছে।। শুধু তাই নয়, গোটা পরিবারে আজ খুশির হাওয়া। বলা ভালো এই দিনটার অপেক্ষায় অনেকদিন ধরেই ছিলেন সকলে। জানেন কি শুভশ্রী কন্যার নাম কী রাখা হয়েছে? নামের অর্থই বা কী?প্রথম পুত্র সন্তান ইউভানের নাম মিলিয়ে তার কন্যা সন্তান রাখে ইয়ালিনী….প্রথমবার মা হওয়ার সময়ও কখনও নিজেকে গুটিয়ে রাখেননি শুভশ্রী। প্রেগন্যান্সির ফার্স্ট স্টেজ থেকেই বোল্ড ফটোশ্যুটে মাত দিচ্ছেন রাজ ঘরণী।

বৃহস্পতিবার সকালে স্ত্রী শুভশ্রীর সঙ্গে ‘ভেরি গুড মর্নিং’ সেলফি পোস্ট করেন রাজ। স্বামী-স্ত্রী দুজনের হাতের নির্দেশ ছিল শুভশ্রীর বেবি বাম্পে! বুঝিয়ে দিয়েছিলেন, আজ লক্ষ্মীবারেই আসছে নতুন অতিথি। হ্যাঁ, ঠিক তাই হাসপাতালে রওনা হওয়ার আগে শুভশ্রী এই ছবি তুললেন রাজের পাশে দাঁড়িয়ে। এর আগে ২০২০ তে কোভিড পরিয়ডে (সেপ্টেম্বরে) ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী।

তখনই নাকি রাজ-শুভশ্রী ঠিক করে রেখেছিলেন তাঁরা দ্বিতীয় সন্তান নেবেন। ইউভান জন্মের পরও এভাবেই নাম ঘোষণা করেছিলেন রাজ-শুভশ্রী। তাই এক্ষেত্রেও তার অন্যথা হল না। অভিনেত্রীর পোস্টে আদর-ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সকলেই। এখন শুধু সকলেই অপেক্ষা করে আছেন ছোট্টটিকে একঝলক দেখার জন্য। কামনা করি মা ও বেবী দুজনেই সুস্থ্য থাকুক।।।

Read More,

Fenugreek Benefits For Men – মেথি খাওয়ার নিয়ম ও উপকারিতা

Mamaearth Tea Tree Face Wash Review || (মামাআর্থ নিম ট্রি ফেসওয়াস)

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *