Spread the love

আগের থেকেই রূপচর্চার ক্ষেত্রে রাসায়নিক কসমেটিকসের বদলে ঘরোয়া প্রাকৃতিক উপাদান ব্যবহারের চল রয়েছে। এতে কাজও খুব ভালো দেয়,, কোনো সাইড এফেক্ট হয়না….. আগেকার মানুষ গুলোর অনেক বয়স পর্যন্ত তাঁদের ত্বক দাগ-ছোপহীন, কোমল এবং উজ্জ্বল থাকত। কীভাবে সেটা সম্ভব তা ভাবছেন তো??? তাহলে শুনুন তাঁরা রূপচর্চার ক্ষেত্রে সবসময়েই প্রাকৃতিক উপাদানের উপরে ভরসা করতেন।

কোন ধরনের ত্বকে কেমন ফেসপ্যাক লাগানো উচিত, কীভাবে বাড়িতেই রকমারি ফেসপ্যাক তৈরি করা যায় সেসব আজকে জানবো —এই ফেসপ্যাক হল এমন একটি প্রোডাক্ট যা ত্বকের গভীরে পৌঁছে ত্বকের সমস্ত সমস্যার সমাধান করে এবং তার সঙ্গেই ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে দেয়। ড্যামেজ হয়ে যাওয়া ত্বক সারাই করতে, ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ফেসপ্যাক (Homemade Besan Face Pack In Bengali) কাজে লাগে।

মুখের ট্যান দূর করার উপায়

১/ লেবুর রস এবং দইয়ের ফেসপ্যাক ১ চা চামচ দই এবং ১ চা চামচ লেবুর রস, সঙ্গে নিতে পারেন আলুর রস,,এবার সব মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবারে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুবার করতে পারেন।

২/ বেসন এবং মুলতানি দিয়ে তৈরি ফেসপ্যাক ৩ টেবিল চামচ বেসন, পরিমাণমতো মুলতানি মাটিউপকরণগুলো মিশিয়ে মুখে, গলায়, হাতে পায়ে লাগিয়ে নিন। মোটামুটি আধঘণ্টা রেখে উষ্ণ জলে ধুয়ে নিন। সপ্তাহে দুবার করে করুন দেখবেন কিছুদিন পর থেকেই ত্বকের জেল্লা বেড়ে গেছে।

কিভাবে তাত্ক্ষণিকভাবে ট্যান অপসারণ করা যায়?

৩/ টোম্যাটো এবং বেসনের ফেসপ্যাক : উপকরণ: ১ টি পাকা টোম্যাটো এবং ২ টেবিল চামচ বেসন ও অল্প চিনি ,,টোম্যাটো ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবারে ওই পিউরির সঙ্গে বেসন ও চিনি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন এবং মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার করতে পারেন। কারো ট্যানের সমস্যা থাকে অথবা বলিরেখার সমস্যা থাকে তাহলে এই প্যাকটি অতি অবশ্যই ব্যবহার করবেন।

Read More,

3 Effective Flour Face Pack To Remove Tan: ট্যান দূর করতে রুপচর্চায় বেসনের ৩ উপকারিতা

Banana Face Pack For Glowing Skin: শীতে কোমল ত্বক পেতে ব্যবহার করুন কলার ফেসপ্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *