Spread the love

Best winter treks in India for beginners : অ্যাডভেঞ্চারপ্রেমীরা বেশিদিন ঘরে থাকতে পারে না…তাও আবার এই ঘোরাঘুরির মরশুমে….কোনও এক রোমাঞ্চকর অভিযানের নেশায় বেড়িয়ে পড়েন পাহাড়ের আনাচে কানাচে। শীতকাল হলেই বেশি মজা.. কারণ এই শীতকালে বরফ দেখতে পাওয়া যায়।। আসলে নতুন বছর মানেই রোমাঞ্চকর ভাবে শুরু করা। তবে এর জন্য সঠিক মরসুম এবং সঠিক গন্তব্য নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। বেস্ট জায়গার সন্ধান দিচ্ছি আমরা দেখে নিন সেগুলি…

  • Winter treks for beginners
  • winter hiking for beginners
  • Snow trekking Packages

১/ চাদর ট্রেকচাদর ট্রেক , যা লাদাখে পড়ে, এটি ভারতের সবচেয়ে কঠিনতম একটি ট্রেক… এই ট্রেকটি জান্সকার ভ্যালিকে চিলিং গ্রামের সাথে সংযুক্ত করেছে। লাদাখের ৬০ শতাংশ মানুষই পর্যটন শিল্পের ওপর নির্ভর করে। আর শীতকালে এখানকার অন্যতম আকর্ষণ হল চাদর ট্রেক। জাংস্কার নদী সিন্ধু নদের উপনদী । এই নদী ডোডা নদী ও সারাপ নদী মিলিত হয়ে তৈরী হয়েছে। পাদুমে পৌঁছে সারাপ নদী ডোডা নদীর সাথে মিশে সিন্ধু নদের উপনদী জাংস্কার নদী তৈরী করেছে।

২/ ডোডিটাল ট্রেক – নদী, ঘন বন এবং বিস্তীর্ণ তৃণভূমি এই ট্রেকটিকে বিশেষ করে তোলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ মিটার উচ্চতায় অবস্থিত, ডোডিটাল ট্রেক উত্তরকাশী জেলায় পড়ে।

৩/ সিকিমের গোয়েচা লা ট্রেক- এই চ্রেকের জন্য ইউকসোমে আগে পৌঁছাতে হয়। তারপর সেখান থেকেই ট্রেক শুরু হয়। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পর্বতশৃঙ্গগুলি মনে হতে পারে হাতের নাগালে চলে এসেছে।

৪/ সেলা পাস, তাওয়াংসেলা পাস, তাওয়াং উৎস: এটি একটি উন্নত রুট যা বৌদ্ধ শহর তাওয়াংকে তেজপুর

এবং গুয়াহাটির সাথে সংযুক্ত করে এবং এটি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলে অবস্থিত। এটি সর্বদা তুষার দ্বারা আবৃত থাকে, এটি নান্দনিকতার জন্য নিখুঁত গন্তব্য তৈরি করে। সেলা পাস মহান হিমালয়ে 4,170 মিটার উচ্চতায় অবস্থিত যখন শীতের সময় তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

Read More,

Importance Of Healthy Lifestyle : শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *