Spread the love

স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর থাকার জন্য একটু তো কস্ট করতেই হবে।। এই শীতে অনেকে বিয়ের অনুষ্ঠানে ইনভাইট পাবে – অফিস থেকে এসে আর এনার্জি থাকে না,, তখন চাই ইনসট্যান্ট গ্লো পাওয়ার উপায় — ইনসট্যান্ট গ্লো আর ফ্রেশ লুকের জন্য প্রাকৃতিক উপাদানে খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন কিছু ফেস প্যাক। আসুন জেনে নিই এ ধরনের কিছু ফেসপ্যাক সম্পর্কে…

১/ সামান্য টমেটোর পেস্ট ও এক চামচ চিনি মিশিয়ে নিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্যাস্‌, চেহারায় চলে আসবে ইনসট্যান্ট জৌলুস। এটি শরীরের আর মুখের ব্রণের কালো দাগ হালকা করতে কিংবা পুরোপুরি দূর করতে বেশ কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে প্রতিদিনই এই প্যাকটি ব্যবহার করতে পারবেন।

Winter Instant Glow Face Pack At Home

২) টকদইয়ে তৈরি ফেসপ্যাকএকটু টকদই ও লেবুর নিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। ১০ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন। বিয়ে কিংবা পার্টিতে যাওয়ার আগে টকদই দিয়ে অনেক সহজে পেয়ে যাবেন লাবণ্যময় ত্বক। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য বেশি উপকারী।

৩) লেবু ও মধুর ফেসপ্যাকতৈলাক্ত ত্বকের ইনসট্যান্ট গ্লো এর জন্য এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ মধুর সাথে ১/২ টেবিল চামচ লেবুর রস সাথে গোলাপ জল ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি একই নিয়মে প্রতিদিন ব্যবহারে পাবেন উজ্জ্বল আর নিখুঁত ত্বক।

শীতে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে লাগান এই ৫ ঘরোয়া ফেসপ্যাক

৪) বেসন আর মধুর ফেসপ্যাকবেসন আর মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে মেখে পনেরো মিনিট অপেক্ষা করুন। পনেরো মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এ প্যাকটি সব ধরনের ত্বকের জন্যই উপকারী।

Read More,

Vitamin C Serum For Oily Skin: ত্বকের সমস্ত সমস্যা দূর করতে ব্যবহার করুন ভিটামিন সি সিরাম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *