Spread the love

আমরা সবচেয়ে বেশি সচেতন থাকি নিজেদের মুখ নিয়ে। কারণ চেহেরার সৌন্দর্য ধরে রাখতে পারলেই বয়স থমকে যাবে,, কেউ আপনাকে দেখে বুঝতে পারবে না আপনার বয়স কতো…..আর আপনার সৌন্দর্য ধরে রাখতে হলে নিয়মিত ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষত শীতকালে।। শীতকালে আমরা তো অনেক বিয়ের ইনভাইট পাই।। কিনতু অফিস থেকে ফিরেই শরীর আর চলে না…কিনতু না চললেও পাবে।।।

  • শীতকালে শুষ্ক ত্বক কিভাবে হাইড্রেটেড রাখা যায়
  • শীতকালে ত্বকের যত্নের ঘরোয়া উপায়

১/ পদ্ধতি:প্রথমে একটি কাচের বাটিতে কফি এবং মধু মিশিয়ে রাখুন। চাইলে এর মধ্যে মুলতানি মাটি নিতে পারেন,,,এই প্যাক মুখে মাখার আগে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। এ বার মুখে কফি এবং মধু প্যাক মেখে নিন। দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর, হালকা হাতে মুখে মাসাজ করতে থাকুন। মিনিট দশেক পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।শুকনো করে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজ়ার মেখে ফেলুন।

২/ গোলাপ জলগোলাপ জল নিঃসন্দেহে সৌন্দর্য ফিরিয়ে আনে। এটি সহজলভ্য। আপনার ত্বক তৈলাক্ত, শুষ্ক বা সংমিশ্রণ যাই হোক না কেন, আপনি আপনার সৌন্দর্য বজায় রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন। সামান্য গোলাপ জলের সঙ্গে এলোভেরা জেল মিশিয়ে সারা মুখে আলতো করে লাগান। এটি আপনার ত্বকে সতেজতা এনে দেবে।। নরম এবং মসৃণ করে তুলবে।

৩/ অ্যালোভেরা জেলঅ্যালোভেরা জেল যে কোনও ধরনের ত্বকের জন্য উপযুক্ত। এটি ব্যবহারে আপনি তাজা এবং উজ্জ্বল ত্বক পাবেন। সারা মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কেবল বাইরে থেকে যত্ন নিলে হবে না, ভিতর থেকে ত্বকেরও যত্ন নিন৷ প্রচুর পরিমাণে ফল আর সবজি খান৷ ত্বকের প্রকৃতির উপর নির্ভর করে ফলের মাস্কও ব্যবহার করতে পারেন৷ ত্বকে কলার মাস্ক ভালো৷ এগুলো বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে।সারাদিনে প্রচুর জল খান৷ শরীর থেকে টক্সিন ধুয়ে বেরিয়ে যাবে।

এবার আপনি আপনার ইচ্ছা মত যেকোনো একটি প্যাক তৈরি করে ত্বকে অ্যাপ্লাই করতে পারেন।। ত্বক কোমল ও সুন্দর হবে।।

Read More,

Cetaphil Cleanser Oily skin ||শুষ্ক ত্বকের জন্য কোন ক্লিনজার ভালো ||শীতে ত্বকের রুক্ষভাব দূর করুন এই ক্লিনজার ব্যবহার করুণ

3 Best Night Cream For Oily Skin: ত্বকের কালো দূর করতে চান? তাহলে রাতের রুটিনে রাখুন নাইট ক্রিম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *