শীতের শুরুতে ত্বকের যত্ন নিতে হবে আগে থেকেই,, কারণ একবার ত্বকের বারোটা বেজে গেলে তাকে সুস্থ ভাবে ফিরিয়ে আনা কস্টের…
Table of Contents
শীতে হাজার প্রসাধনী ব্যবহার করেছেন, অথচ লাভের লাভ কিছুই হচ্ছে না! শীতকালে বাতাসের শুষ্কতায় ত্বক একেবারে জেল্লাহীন দেখায়। তাই ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকার ওপর….. দেখে নিন —–
শীতের হাত থেকে ত্বক রক্ষার উপায়
প্রথমত ত্বক পরিস্কার রাখা জরুরি – তাই প্রাকৃতিক ক্লিনজ়ার হিসাবে কাঁচা দুধের জবাব নেই। দুধে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে, যা ত্বকের জেল্লা বৃদ্ধি করতে সাহায্য করে। এ ক্ষেত্রে কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে লাগিয়ে নিতে পারেন ১৫ মিনিটের জন্যে —এতে ত্বক সতেজ দেখাবে।
শীতকালে কি মাখলে ভালো
এটি ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করে। এটি ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে।
এরপর আসি টক দই এ —-দই যে কেবল ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে তাই নয় এমনকি ব্রণের দাগ ঠিক করতে খুবই ভালো কাজ করে। এক টেবিল চামচ দই এবং এক চা চামচ মধু মিশিয়ে ওই ফেসপ্যাক মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন মুখের ছোপ ছোপ দাগ বা ব্রণের দাগ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে।–
শীতের শুরুতেই ত্বকের যত্ন নিন
ত্বকের শুষ্ক ভাব দূর করতেও এর জুড়ি মেলা ভার। ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে তার সাথে এক চা চামচ দই ও মধু মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের শুস্ক ভাব একদম উধাও হয়ে যাবে।
শীতকালে কীভাবে ত্বক সুন্দর রাখবেন
শীতকাল মরা চামড়া দেখা দেয় – এর জন্য দই অ্যাপ্লাই করুণ,,,,ত্বকের মরা চামড়া দূর করে মুখকে করে তোলে উজ্জ্বল।
১ চা-চামচ দই এর সাথে ১ চা চামচ বেসন ভালো করে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ঘরোয়া ফেস স্ক্রাব। এবার মিশ্রণটি কে ভালো করে ত্বকে ঘষতে থাকুন।
৫ মিনিট অপেক্ষা করে এরপর ঠান্ডা জল দিয়ে উঠিয়ে ফেলুন ফেস স্ক্রাব। দেখবেন মুখ একদম পরিষ্কার হয়ে গেছে। এবং ফেস চকচক করছে।।।
আরোও পড়ুন,
হাল্কা সাজেই সেজে উঠুন দীপাবলীর সেরা বিউটি কুইন – Diwali Trending Dress 2023