Spread the love

আলোর উৎসব বলে কথা। আর সেই আলোতে নিজেকে আরও আলোকিত দেখানোর জন্য কেমন সাজে সাজবেন? একটু দেখে নিন টিপস্ — যদি শাড়ির শখ থাকে, তাহলে আমাদের পেজ এ চোখ রাখতে পারেন।

হলুদ আলোয় যেমন ঘর সাজানোর জন্য ব্যস্ততা বাড়ে, অবার দীপাবলিতে এমনই হলুদ সিক্যুয়েন শাড়ি পরে দেখতে পারেন।

দিওয়ালি ট্রেন্ডিং পোশাক 2023

লাল তো সব উৎসবেই মানানসই! আর যদি শাড়ি পরাই ঝক্কি সামলাতে না ইচ্ছে করে, তবে এমনই লহেঙ্গা বেছে নিতে পারেন। উৎসবের সন্ধ্যার জন্য কালোর কাজ করা নেটের শাড়ি।

আলোর উৎসব কেমন সাজবেন দেখুন

রাজকীয় সাজে অন্য রকম ভাবে নিজেকে মেলে ধরতে এই রকম শাড়িও বেছে নেওয়া যেতে পারে।বেনারসির জন্য আলাদা ভালোবাসা রয়েছে ? তার জন্যেও বেনারসির সঙ্গে বেগুনি ব্লাউজে বাজিমাত করতে পারেন এই উৎসব।

এবারের দিওয়ালিতে কম বাজেটে সেজে উঠুন এভাবে

এবার শুধু সাজলেই হবে কি?? তার সঙ্গে তো একটু সুন্দর মেকাপ চাই —তার জন্য রইলো টিপস্ —–প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। আপনার মুখ তৈলাক্ত হলে দুই তিন মিনিট বরফ হাল্কা করে ঘষে নিন।

দীপাবলীর সাজ

এরপর ফাউন্ডেশন/ অথবা বীবী(BB) ক্রিম লাগিয়ে নিন। আপনি যদি ফাউন্ডেশন লাগাতে চান তবে অবশ্যই হালকা কাভারেজ এর ফাউন্ডেশন নিন,, যাইহোক, আপনার ত্বকে যদি কোন অসামঞ্জস্যতা অথবা দাগ থাকে তাহলে সেটা এখনো দেখা যাবে, তাই এবার নিন কনছিলার।

কনছিলার শুধু মাত্র যেখানে অসামঞ্জস্যতা আছে সেখানে আর চোখের নিচে লাগিয়ে নিন। আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে এই পর্যায়েই আপনার বেইস মেকাপ তৈরি হয়ে গেল।

দীপাবলীর মেকাপ

এখন আপনি শুরু করতে পারেন চোখের সাজ অথবা অন্য কিছু।কিন্তু আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে আপনার প্রয়োজন হবে সেটিং পাউডার/ প্রেস্ড (pressed)পাউডার। ব্যাস, দিওয়ালির জন্য সামঞ্জস্যপূর্ণ হালকা বেইস মেকাপ এখন পুরিপুরি তৈরি।

বেইস মেকাপের পর ইচ্ছেমতো হালকা কোন আইশ্যাডো আর কাজল বুলিয়ে নিন চোখে। সাথে হালকা কোন রঙে ঠোট রাঙাতেও ভুলবেন না।

বেইস মেকাপের পর তা স্প্রে করে নিতে পারেন। সেটিং স্প্রে আপানার মেকাপ বেশীক্ষণ সতেজ রাখতে সাহায্য করবে।

আরোও পড়ুন,

Diwali 2023 Wishes In Bengali – শুভ দীপাবলীর শুভেচ্ছা বার্তা, দীপাবলীর পিক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *