Spread the love

ছেলেদের চুলের যত্নে 6 সেরা কিছু টিপস – Best Hair Care Tips For Men

IMG_20220405_202010-1649170249756 ছেলেদের চুলের যত্নে 6 সেরা কিছু টিপস - Best Hair Care Tips For Men

ছেলেদের চুলের যত্ন নেওয়ার উপায়

অনেক ছেলে রাই ভাবেন চুলের যত্ন তেমন দরকার নেই। সুন্দর চুলের অধিকারী হওয়ার জন্য পুরুষদেরও খানিকটা কষ্ট করা উচিত, নয়তো অকালে চুল পরে গিয়ে টাক হয়ে যায়। চুলে নিয়মিত তেল দেয়া, চুল শ্যাম্পু করা, কন্ডিশনিং করা খুবই জরুরি কাজ।এরসঙ্গে ডিমের সাদা অংশ, দই, কফি, অল্প গরম জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে মাথায় লাগান। আধাঘন্টা পর ধুয়ে ফেলুন। অনেকটা ভালো কাজ দিবে।

ছেলেদের চুলের ট্রিটমেন্ট

১. চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বাছাই: বাজারে ছেলেদের চুলের উপযোগী বিভিন্ন শ্যাম্পু পাওয়া যায়। কিন্তু সপ্তাহে কয়দিন শ্যাম্পু করতে হবে, চুলের ধরণের সাথে মিলিয়ে কি ধরণের শ্যাম্পু ব্যবহার করতে হবে এই ব্যাপারগুলো অনেকের কাছেই অজানা। তাই আপনার চুল অনুযায়ী শাম্পু ব্যাবহার করুন।

২. শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার: শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারে চুল সুন্দর হয়ে ওঠে। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে।

৩. জল খেতে হবে: প্রচুর জল পান করতে হবে হবে, চা-কফি, ধূমপান ত্যাগ করতে হবে।

ছেলেদের শুষ্ক চুলের যত্ন

৪. মাথায় তেল দিন: মাথার ত্বক ম্যাসাজ: মাথায় তেল লাগানোর সময় আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এছাড়া দিনে কয়েকবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন।

IMG_20220405_202010-1649170249756 ছেলেদের চুলের যত্নে 6 সেরা কিছু টিপস - Best Hair Care Tips For Men

চুলের যত্ন ঘরোয়া উপায়

৫. খুসকি মুক্ত থাকুন: মেথি চুলের খুবই উপকারী একটা উপাদান। নারকেল তেল গরম করে নিয়ে। এরপর এতে মেথি গুঁড়া মিশিয়ে। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করতে হবে।

৬. চুলের স্বাস্থ্য রক্ষার্থে: চুলের স্বাস্থ্য রক্ষার্থে অলিভ অয়েলটিপস গরম করে নিয়ে। এতে পাতিলেবুর রস মিশিয়ে। চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করে। এরপর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ বার চুলে অলিভ অয়েল লাগাতে হবে। খুশকি দূর হবে সাথে চুল হবে কোমল ও ঝলমলে।

Tags – Hair Care, Life Style, Hair Care Tips In Bengali

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *