Spread the love

পয়লা বৈশাখে কীভাবে সাজবেন – Pohela Boishakh Dress Up

IMG_20220415_163313-1650020728301 পয়লা বৈশাখে কীভাবে সাজবেন - Pohela Boishakh Dress Up

পহেলা বৈশাখের সাজ

পয়লা বৈশাখ মানেই সকাল সকাল পূজো সেরে, সুন্দর করে সেজে গুঁজে বেড়িয়ে পড়া। একটু ঘোরাঘুরি, বন্ধু দের সাথে আড্ডা, খাওয়া দাওয়া,,,, কিভাবে সাজবেন ভাবছেন? দিনের বেলা যদি বেরতে হয় তবে হাল্কা সুন্দর জামদানি কিংবা হেল্লুম এর সারি পড়তে পারেন।।।সঙ্গে শাড়ি-চুড়ির সাজ তো আছেই। তবে অতিরিক্ত গরমে সাজ ও পোশাক নিয়ে যেন বিব্রত হতে না হয়, সেজন্য সচেতন থাকা জরুরি।

IMG_20220415_163302-1650020747766 পয়লা বৈশাখে কীভাবে সাজবেন - Pohela Boishakh Dress Up

দিনের বেলা খুব গাঢ় সাজে না সাজলেই ভালো। দিনের বেলা বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। ত্বকে মেকআপ ঠিকঠাক বসানোর জন্য আজ রাতেই স্ক্রাব করে নিবেন।। ত্বকের ধরন অনুযায়ী লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন,, বেইজ মেকআপের আগে। পাতলা কাপড়ে মুড়ে এক টুকরো বরফ ঘষে নিন ত্বকে। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। আইশ্যাডোর রঙ হিসেবে হাল্কা গোলাপি বেছে নিতে পারেন দিনের বেলা। লিপস্টিক হাল্কা colour বেছে নিতে পারে ড্রেস অনুযায়ী। মোটা করে কাজল লাগাতে পারেন। সাথে আয়লাইনার,, সঙ্গে মানানসই টিপ ও হাত ভর্তি কাচের চুড়ি।

IMG_20220415_163345-1650020737414 পয়লা বৈশাখে কীভাবে সাজবেন - Pohela Boishakh Dress Up

পহেলা বৈশাখে মেয়েদের সাজ

সারি পরলে ফুল পরতে পারেন খোঁপায়। শাড়ি পরতে না চাইলে সুতি কাপড়ের কুর্তি কিংবা চুড়িদার হতে পারে সারাদিনের সঙ্গী।

রাতের সাজে খানিকটা জমকালো ভাব আনতে পারেন।। গাঢ় রঙ এর চুড়িদার বা কুর্তি পড়তে পারেন।।। তবে সাজ যাই হোক না কেন, সেটা যেন আপনাকে স্বস্তি দেয় সেদিকে লক্ষ রাখা জরুরি।

IMG_20220415_163330-1650020759972 পয়লা বৈশাখে কীভাবে সাজবেন - Pohela Boishakh Dress Up

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *