Spread the love

পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় – Home Remedies For Stomach Problems

IMG_20220416_195305-1650119006140 পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় - Home Remedies For Stomach Problems

পেটের সমস্যা দূর করার উপায়

গরম পড়ে গেছে এখন পেটে নানান সমস্যা দেখা দেবে খাওয়ার একটু উলটপালট হলে কিংবা লাইফস্টাইলের একটু পরিবর্তন ঘটতে শুরু হবে পেটের সমস্যা থেকে পেট ফোলা, , গ্যাসের সমস্যায় প্রায়শই ভোগেন অনেকে। এই সমস্যা থেকে মুক্তি কঠিন ওষুধ না খেয়ে মেনে চলুন ঘরোয়া টোটকা। গরমে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। যার জন্য পেট ফোলা ও গ্যাসের সমস্যা দেখা দেয়। তাই গরমে বারে বারে জল খান। প্রয়োজনে নুন-চিনির জল খেতে পারেন।

১) আদা: আদা দ্রুত হজমের সমস্যা দূর করে। পেটে ফাঁপার সমস্যা দেখা দিলে ১ টুকরো আদা চিবিয়ে খেয়ে নিন। এই আদা গ্যাসের সমস্যা নিমেষে দূর করবে। আদার কুচির সঙ্গে নুন মাখিয়ে খান।

২) শসা: শসা খেলে পেট ঠান্ডা হয়। এতে থাকে ফ্লেভোনয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যা গ্যাসের সমস্যা দূর করে ।

হজমের সমস্যা দূর করার উপায়


IMG_20220416_193416-1650119014544 পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় - Home Remedies For Stomach Problems

৩) কাচা হলুদ: রোজ সকলা এক টুকরো কাঁচা হলুদ খেতে পারেন। রোজ খালি পেটে গুড় দিয়ে কাঁচা হলুদ খান। এতে পেটের সমস্যা দূর হবে।

৪) টক দই: টক দই শরীর ঠান্ডা রাখতে বেশ উপকারী। এতে থাকে উপকারী উপাদান। যা অন্ত্রের ব্যাকটেরিয়া দূর করে।


পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়


৫) জিরের জল: জিরের জল গ্যাস ও বদহজমের সমস্যা দূর করে। গরমে অনেকেই পেটের সমস্যায় ভোগেনে। পাকস্থলীর এসিডকে নিয়ন্ত্রণ করে পেটের ব্যথা দূর হবে। হজম ক্ষমতা বৃদ্ধি করে।

৬) ডাবের জল: ডাবের জল খান। ডাবে উচ্চ মাত্রায় পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। এটি নিয়মিত খেলে শরীর ভালো থাকবে। সঙ্গে বাড়বে এনার্জি লেবেল। ও শরীর ঠান্ডা রাখে।

৭) কলা: রোজ একটি করে কলা খান। কলায় থাকে ভিটামিন বি ৬, পটাসিয়াম, ফোলেট। এটি বদহজমের সমস্যা দূর করে।।


IMG_20220416_193404-1650119023866 পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় - Home Remedies For Stomach Problems
৮) তুলসী: পেট ফোলা, পেটের সমস্যা, গ্যাসের সমস্যায় যারা প্রায়শই ভোগেন তারা খেতে পারেন তুলসী পাতা।

Tags – Health Tips, Life Style, Stomach Problems

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *