Spread the love

ম্যাট লিপস্টিক পরলেই ঠোঁট ফেটে যায়? মেনে চলুন সহজ কয়েকটি টিপস – Lips Cracked When Wearing Matte Lipstick? Follow A Few Simple Tips

ঠোঁট শুষ্ক ও প্রাণহীন হয়ে ঠোঁটে ম্যাট লিপস্টিক পরলেই ঠোঁট ফেটে যায় , ঠোঁট ফাটার সমস্যা খুবই সাধারণ। তবে অনেক সময় মহিলাদের ক্ষেত্রে এমনও হয় যে আবহাওয়ার পরিবর্তন ছাড়াই তাঁদের ঠোঁট শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। হ্যাঁ, এটা আবহাওয়া নয় বরং গ্রুমিং রুটিন, যে কারণে প্রায়ই ঠোঁট ফাটে। সবাই লিপস্টিক পরতে পছন্দ করে। এমন পরিস্থিতিতে লিপস্টিক লাগানোর পর প্রায়ই ঠোঁট ফেটে যায় অনেকেরই। অনেক সময় ঠোঁট ফেটে ব্যথা হয় এবং ঠোঁট থেকে রক্তপাতও হয়। এমন অবস্থায় ঠোঁট ভালো হয়ে স্বাভাবিক হতে অনেক সময় লাগে, কিন্তু ঠোঁট ঠিক হয়ে যাওয়ার পর আবার লিপস্টিক লাগালেই এই সমস্যাটা সামনে চলে আসে। আজ আমরা আপনাকে এমন কিছু টিপস বলব, যার সাহায্যে আপনি লিপস্টিক লাগানোর ফলে ঠোঁট ফাটার সমস্যা এড়াতে পারবেন।


IMG_20220828_211059-1661701268149 ম্যাট লিপস্টিক পরলেই ঠোঁট ফেটে যায়? মেনে চলুন সহজ কয়েকটি টিপস - Lips Cracked When Wearing Matte Lipstick? Follow A Few Simple Tips


ম্যাট লিপস্টিক পরলেই ফেটে যায় ঠোঁট, মেনে চলুন কয়েকটি টিপস


লিপস্টিকের গুণমান পরীক্ষা করতে ভুলবেন না


লিপস্টিকের গুণমান কী এবং এতে কী কী জিনিস মেশানো হয়েছে, এটা জানা খুবই জরুরী। প্রতিটি লিপস্টিকে মোম, তেল এবং পিগমেন্ট মেশানো হয়। কিন্তু এই উপাদানগুলো পরিবর্তিত হয়ে ম্যাট লিপস্টিক বা চকচকে লিপস্টিক তৈরি করে। ম্যাট লিপস্টিকে বেশি মোম, রঙ এবং কম তেল ব্যবহার করা হয়, যার কারণে এটি দীর্ঘস্থায়ী হয়। এই অবস্থায় তেল কম থাকায় অনেক সময় ঠোঁট শুষ্ক হয়ে যায়।

ঠোঁট এক্সফোলিয়েট করুন


ম্যাট লিপস্টিক ঠোঁটের যে কোনও রুক্ষ দাগের মধ্যে স্টে করতে পারে এবং এটি ঠোঁটের ত্বককে অবনতির দিকে নিয়ে যায়। তাই আপনি যখনই যে কোনও লিপস্টিক লাগাবেন, প্রথমে আপনার ঠোঁট এক্সফোলিয়েট করুন। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটকে তৈরি করুন। এর জন্য প্রথমে চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন।


বাজারে একাধিক লিপ প্রাইমার পাওয়া যায়। লিপস্টিক যাতে স্মাজ না হয় তার জন্য লিপ প্রাইমার ব্যবহার করতে পারেন। তাছাড়া অ্যালোভেরা জেলকেও আপনি ব্যবহার করতে পারেন প্রাইমার হিসাবে।


লিপস্টিক ব্যবহারের আগে লিব বাম লাগান


লিপস্টিক ব্যবহারের আগে সবসময় লিপবাম লাগান। লিপবাম লাগালে ঠোঁটের ত্বক ময়েশ্চারাইজড থাকে এবং লিপস্টিক ব্যবহার করলে আমাদের ঠোঁট ফাটে না এবং উজ্জ্বলও থাকে।


ম্যাট লিপস্টিকে ঠোঁট ফেটে যায়? এর সমাধান দেখে নিন


লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপ বাম লাগান। লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপবাম লাগালে ঠোঁটে পুরোপুরি সেট হয়ে যায়। এতে লিপস্টিক পরলে স্মাজ করে না।


ময়েশ্চারাইজার ব্যবহার করুন


ঠোঁটের ত্বকের সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত, কারণ এটি খুব নরম। তাই ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে তাতে ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি।

লিপ লাইনার ব্যবহার করুন


ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপ লাইনার ব্যবহার করুন। লাইনার ব্যবহার করলে লিপস্টিক সেট আপ হওয়ার সম্ভাবনা কমে যায়।


আর আপনার যদি শুষ্ক ঠোঁট হয়ে থাকে তাহলে ম্যাট লিপস্টিক পরবেন না। এর বদলে ক্রিমি টেক্সচারের লিপস্টিক বেছে নিন।


ঠোঁটে সামান্য পাউটি লুক আনতে চাইলে হালকা করে লিপগ্লস লাগিয়ে নিতে পারেন।


গ্লসি লিপস্টিক

গ্লসি লিপস্টিক বললেই যদি সেই নয়ের দশকের চকচকে ঠোঁটের কথা ভাবেন, তা হলে ভুল করছেন। গ্লসি লিপস্টিক এখন অনেক আধুনিক হয়েছে এবং ঠোঁট মোটেই অত চকচক করে না, অথচ ঠোঁটের স্বাভাবিক আর্দ্র ভাবও বজায় থাকে।, বেরি আর ব্রাউন শেডের গ্লসি লিপস্টিক পরলে চমৎকার দেখাবে।


স্যাটিন লিপস্টিক

স্যাটিন লিপস্টিক টেক্সচার হল সবচেয়ে সাধারণ আর চেনা টেক্সচার, যা শীতকালের জন্য সেরা। স্যাটিন লিপস্টিকে একটা ক্রিমের মতো ভাব আছে, যা শীতকালের পক্ষে ঠিকঠাক।


ঠোঁটের যত্ন নিতে সপ্তাহে দু’ থেকে তিন বার স্ক্রাব করতে ভুলবেন না। নারকেল তেল, ব্রাউন সুগার এবং মধু মিশিয়ে সেই স্ক্রাব তৈরি করতে পারেন। ব্রাউন সুগারের বদলে কফিও ব্যবহার করতে পারেন।

এবার জানুন ঠোঁট শুষ্ক না করেই ম্যাট লিপস্টিক তোলার সহজ উপায়

চোখ আর মুখ থেকে মেকআপ তোলা ততটা কঠিন নয়, যতটা ঠোঁট থেকে লিপস্টিক তোলা। কিন্তু ঠোঁটের মেকআপ অর্থাৎ লিপস্টিক ভালভাবে পরিষ্কার করা একান্ত প্রয়োজন। কারন, লিপস্টিক ঠোঁটে থেকে গেলে তা কিছুদিন পরই ঠোঁটে একটা কালচে ছোপ ফেলে দেয়। এটি যে শুধু দেখতে খারাপ লাগে তা নয়, এতে ত্বকেরও প্রচন্ড ক্ষতি হয়।


যে-কোনও তেল

মেকআপ রিমুভ করার জন্য অনেকেই রিমুভারের বদলে নানা রকম তেল ব্যবহার করেন। অলিভ অয়েল, আমন্ড অয়েল, বেবি অয়েল এমনকি নারকেল তেলও খুব ভাল মেকআপ রিমুভার। তুলো বা কটন প্যাডে পরিমান মত যে-কোনও একটি তেল নিয়ে ধীরে ধীরে ঠোঁটে ঘষুন। কয়েক সেকেন্ড পর দেখবেন দাগ উঠে গিয়েছে।


উষ্ণ জল


লিকুইড লিপস্টিক ক্রিমযুক্ত হোক বা ম্যাট ফিনিশ, ঠোঁট থেকে এর দাগ তোলা সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে যদি লিপস্টিক ডার্ক শেডের হয় তাহলে তো কথাই নেই। এক কাজ করুন, একটা ছোট বাটিতে উষ্ণ জল নিয়ে তাতে পরিমান মত তুলো ডুবিয়ে নিয়ে হালকা হাতে ঠোঁটে ঘষুন।

টুথ ব্রাশ

লিকুইড লিপস্টিক লাগানোর পর অনেক সময়েই ঠোঁট বড্ড শুষ্ক হয়ে যায় এবং ফেটে যায়। আবার অনেকের ঠোঁট এমনিই শুষ্ক হয়। সেক্ষেত্রে ঠোঁটের ফাঁকে ফাঁকে লিপস্টিক লেগে থাকে। এক কাজ করুন, পুরনো কিন্তু পরিষ্কার একটি টুথ ব্রাশ নিন এবং তাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। সহজেই উঠে যাবে। শুধু তাই না, ঠোঁটের উপর থেকে মরাকোষও দূর হবে। এর পর লিপ বাম লাগিয়ে নিন।




Tags – Lip Care Life Style Beauty Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *