Spread the love

পুজোর আগে আপনার ঠোঁটকে করে তুলুন গোলাপী রঙের – Make Your Lips Pink Before Pooja

মেয়েদের ঠোঁটেই তো আসল সন্দর্য লুকিয়ে আছে,, আপনার ওই গোলাপী রঙের ঠোঁটের আকর্ষণে কত্তো ছেলে পাগল হয়ে যাবে,, হাহাহা…….


ঠোঁট নিয়ে অনেকেই খুঁত খুঁত করে থাকেন। নরম গোলাপী ঠোঁটের স্বপ্নও দেখেন অনেকে। কিন্তু বাস্তবে সে স্বাদ অনেকেরই মেটেনা। কারণ, ঠোঁটের রঙ নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। জন্মগত রঙের কারমে হতে পারে, জীবন যাপনের ধরনের ফলে হতে পারে। গোলাপি ঠোঁট তো সকলেই চায়। কিন্তু কোনওরকম প্রসাধনী ছাড়া কীভাবে গোলাপি ঠোঁট পাওয়া যাবে, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। আপনিও যদি ঘরোয়া উপায়ে স্থায়ীভাবে গোলাপি ঠোঁট পাবেন,


IMG_20220903_184749-1662211078762 পুজোর আগে আপনার ঠোঁটকে করে তুলুন গোলাপী রঙের - Make Your Lips Pink Before Pooja

পুজোর আগে ঘরোয়া উপায়ে সুন্দর গোলাপি ঠোঁট পেতে কাজে লাগান এই কৌশল গুলি


দীর্ঘক্ষণ রোদে কাটালে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটও কালো হয়ে যায়। এ ছাড়া একটানা ধূমপান করলে তার ক্ষতিকর প্রভাবে ঠোঁট কালো হয়।


পুরো মুখ ভালো করে জল দিয়ে ভিজিয়ে তারপর পুরনো নরম ব্রাশ দিয়ে ঠোঁটের উপর হালকাভাবে ঘষতে থাকুন। এতে ঠোঁটের পুরনো চামড়া উঠে যাবে।


ঠোঁট হাইড্রেট এবং নরম রাখতে প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপ বাম ব্যবহার করুন।


দুধে থাকা প্রাকৃতির এনজাইম এবং ল্যাকটিক অ্যাসিড ঠোঁটের মৃত কোষ দূর করতে সাহায্য করে। দুধের সঙ্গে অল্প করে জাফরান মিশিয়ে ঠোঁটে ব্যবহার করলে ঠোঁট গোলাপিও থাকবে এবং স্বাস্থ্যকরও থাকবে।

লেবু


রাতে ঘুমাতে যাওয়ার আগে লেবু কেটে একটি টুকরা ঠোঁটে ঘষে নিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালো দাগ চলে যাওয়ার আগ পর্যন্ত এটা করতে থাকুন। মোটামুটি ৩০ দিন এই নিয়ম ফলো করলে উপকার পাবেন।

লেবু ও চিনি


চিনিতে লেবুর রস দিন। আগের মতো শোবার আগে মিশ্রণটি ঠোঁটে ব্যবহার করুন। ঘুম থেকে জাগার পর কুসুম গরম জল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন। একটানা ব্যবহারে কালো দাগ কমে আসবে।


ঠোঁট কালো হয়ে যাচ্ছে, রঙ ফিরিয়ে তা গোলাপী করে তুলুন নিমিশে

লেবু, মধু ও গ্লিসারিন


দেড় চা চামচ লেবুর রস, এক চা চামচ মধু এবং এক চা চামচ গ্লিসারিন নিন। উপাদানগুলো ভালো করে মিশিয়ে ফেলুন। রাতে ঘুমানোর আগে ঠোঁটে ব্যবহার করুন এবং সকালে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা


ঠোঁটের কালচে দাগ কমাতেও অ্যালোভেরা দারুণ কাজ করে। পাতলা করে কাটা অ্যালোভেরার একটি লেয়ার ঠোঁটে লাগান। শুকিয়ে গেলে অ্যালোভেরা তুলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন।


শসা: শসার রস শীতলকারক এবং ত্বকের কালচেভাব দূর করতে পারে। ত্বকের শুষ্কতা দূর করে আর্দ্রতা বজায় রাখতেও সহায়তা করে।


বিটরুট: বিটরুট ঠোঁটে মালিশ করে পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, এতে ত্বক তা শুষে নেবে। কিছুক্ষণ পরে ঠোঁট জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।


জলপাইয়ের তেল: রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁট জলপাইয়ের তেল দিয়ে মালিশ করা উপকারী। এটা ঠোঁটের রং হালকা করে পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণ করে তোলে।


চিনি: চিনি খুব ভালো এক্সফলিয়েটর যা ত্বকের মৃত কোষ দূর করতে সহায়ক। চিনির দানা এক চামচ মাখনের সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে দিনে কয়েকবার ঠোঁট মালিশ করুন।



Tags – Lip Care Pink Lips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *