Spread the love

শীতের শুরুতেই ঠোঁটের যত্ন নিন – Take Care Of Lips At The Beginning Of Winter

শীতের মরসুম প্রায় শুরুর দিকে । আর শীতে মানেই যেটা প্রথমে মাথায় আসে সেটা হলো ঠোঁট ফাটার সমস্যা ,, শরীরে মূলত জলের অভাব হলে এই সমস্যা দেখা দেয়। আসলে শীত এলেই অনেকে জল খাওয়া কমিয়ে দেয়, যার কারণে শুষ্ক ত্বক ও ঠোঁট ফাটার সমস্যা হয়।।



1578552974_DIY_lip_big_2-1667373215653 শীতের শুরুতেই ঠোঁটের যত্ন নিন - Take Care Of Lips At The Beginning Of Winter

শীতকালে ঠোঁটের যত্ন নিন এভাবে

ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি কোমল। তাই শীতের শুষ্কতায় ঠোঁটের ত্বকে ক্ষতির পরিমাণও হয় বেশি। ঠোঁট ফেটে যাওয়া বা চামড়া উঠে পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা অনেক সময় লিপজেল বা ভ্যাসলিন ব্যবহার করেও সমাধান হয় না।

তাহলে কি করবেন বিস্তারিত জানতে সম্পূর্ন পোস্টটি পড়ুন –

পরিষ্কার ভেজা কাপড় বা তুলায় চিনি নিয়ে সেটি ঠোঁটে আলতো করে ঘষে নিলে ঠোঁটের মরা চামড়াগুলো উঠে যাবে। এরপর ময়েশ্চারাইজার হিসেবে ঠোঁটে নারকেল তেল লাগালে ভালো ফল পাওয়া যায়।



শীতে ঠোঁটের যত্ন


কোমল ঠোঁটের জন্য


● সমপরিমাণ লেবুর রস ও মধুর মিশ্রণ তৈরি করে মিশ্রণটি ভালোভাবে ঠোঁটে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর নরম একটি ভেজা কাপড় দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলতে হবে।


Winter-Lip-Care-1280x720-1667373215987 শীতের শুরুতেই ঠোঁটের যত্ন নিন - Take Care Of Lips At The Beginning Of Winter

শীতের শুরুতে ঠোঁটের যত্ন নেওয়ার টিপস


● আধা চা–চামচ মধু এবং এক চা–চামচ অলিভ অয়েল মিশিয়ে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন প্রতিদিন।


● পাকা পেঁপে চটকে এর সঙ্গে দুধ মিশিয়ে মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

● এক চা–চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চা–চামচ চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিয়ে তা ঠোঁটে ৫-১০ মিনিট ধরে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন প্রতিদিন।

সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়ে তাতে লিপজেল কিংবা ভ্যাসলিন ব্যবহার করে নিতে পারেন। এতে লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁট থাকবে মোলায়েম আর কোমল।


শীতের শুরুতে ঠোঁট ফাটছে এর থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় গুলি জেনে নিন

কালচে ভাব কমাতে


● প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে গ্লিসারিন ব্যবহার করুন। এতে ঠোঁট আর্দ্র থাকে।


● কালচে ভাব কমে না আসা পর্যন্ত প্রতিদিন এক টুকরা বিট নিয়ে হালকা করে ঠোঁটে মালিশ করতে পারেন।


● প্রতিদিন শসার রস ঠোঁটে লাগাতে পারেন।


শুষ্ক ও ফাটা ঠোঁটের যত্ন নেবেন যেভাবে


5fc8bb3698c0816069906465fc8bb3698c17 শীতের শুরুতেই ঠোঁটের যত্ন নিন - Take Care Of Lips At The Beginning Of Winter



আপনি যদি এই শীতে আপনার ঠোঁটকে সুন্দর ও কোমল রাখতে চান, তাহলে প্রচুর পরিমাণে জল পান করুন। তাই প্রচুর পরিমাণে জল পান করুন, ঠোঁট ফাটা রোধ করতে।


কোমল ঠোঁট পেতে, রোজ রাতে ঘুমানোর আগে মধু লাগাতে পারেন ঠোঁটে। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ঠোঁট ধুয়ে, নরম কোনও কাপড় দিয়ে মুছে ফেলুন।


আপনার প্রয়োজন নারকেল তেল, মধু এবং চিনি। একটি পাত্র নিন। তাতে এক টেবিল চামচ নারকেল তেল, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ চিনি মিশিয়ে দিন। একটি মিশ্রণ তৈরি হবে। সেটি ভালো করে আপনার ঠোঁটে লাগিয়ে মাসাজ করে নিন।



শীতেও মিলবে সুন্দর গোলাপি ঠোঁট, ঘরোয়া টোটকাতেই লুকিয়ে সমাধান


ফাটা ঠোঁটের সমস্যা দূর করতে, গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগালে দারুণ উপকার মিলবে। ঘুমানোর আগে, সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগান।

আঙুলের ডগায় সামান্য ঘি নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। এটি শরীরে রক্ত সঞ্চালন ভাল করে এবং এর ফলে ফাটা ঠোঁট থেকে সহজে মুক্তি পাওয়া যায়।

গোলাপ গাছের পাতা ও কিছু গোলাপের পাপড়ি বেটে, সেই মিশ্রণ ঠোঁটে লাগালেও ফাটা ঠোঁটের সমস্যা দূর হতে পারে সহজে। এতে আপনার ঠোঁট কোমল হবে খুব তাড়াতাড়ি।



image-242983-1573546846-1667373215513 শীতের শুরুতেই ঠোঁটের যত্ন নিন - Take Care Of Lips At The Beginning Of Winter

নিয়মিত লিপবাম বা অ্যালোভেরাযুক্ত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। সান প্রোটেকশন ফ্যাক্টর বা এসপিএফসমৃদ্ধ লিপবাম ব্যবহার করুন।


● লিপস্টিক লাগাতে চাইলে ময়েশ্চারাইজারসমৃদ্ধ লিপস্টিক বেছে নিন।


● জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবেন না।




Tags – Beauty Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *