Spread the love

গরমে ত্বকের মধ্যে একাধিক সমস্যা জাঁকিয়ে বসে। ব্রণর সমস্যা, ডার্ক সার্কেলের সমস্যা, দাগ ছোপের সমস্যা এগুলির পাশপাশি চোখ জ্বালা করা, মুখ জ্বালা করা, মুখ লাল হয়ে যাওয়া এসব তো লেগেই থাকে। খবর সূত্রে জানা যায় এই বছর মাত্রাতিরিক্ত গরম আরোও পড়বে। তাই ত্বককে শান্তি দিতে কি ব্যবহার করবেন সেটি দেখে নিন….

IMG_20240426_215127-edited 5 Uses Aloe Vera For Summer: গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা একাই একশো

গরমে ত্বক ভাল রাখবে অ্যালোভেরা

** আপনারা কমবেশি সকলেই জানেন হয়তো অ্যালোভেরা ত্বকের জন্য কতোটা উপকারী। এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ ব্রণ বা পিম্পল কমাতে সাহায্য করে। এতে বেশি মাত্রায় অ্যান্টি অক্সিড্যান্ট থাকার জন্য, ব্রণয় জমে থাকা ব্যাক্টেরিয়া দূর করে। ত্বকের জ্বালাভাব কমাতে এলোভেরার আইস কিউব ত্বকের উপর ঘষতে পারেন। এক মিনিটে কমে যাবে।

✓ অ্যালোভেরাকে বলা হয় জাদুকরী ভেষজ। এই গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার করুন নিয়মিত,, ঠান্ডা থাকবে ত্বক। এছাড়া ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ব্রণের দাগ ও অন্যান্য কালচে দাগ দূর করতেও অ্যালোভেরার জুড়ি নেই।

ত্বকের তেলভাব দূর করতে অ্যালোভেরা ব্যবহার করুন

পুদিনা পাতা ও অ্যালোভেরা: এই পাতা তে রয়েছে ভিটামিন সি এবং অ্যাসিডিক উপাদান। দুটি এক সঙ্গে মিশিয়ে একটি কিউব তৈরি করুণ,, নিয়মিত ব্যবহার করলে ফল পাবেন দ্রুত। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও ভীষণ কার্যকর।

টক দই ও অ্যালোভেরা: প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজ করে টক দই। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম

অ্যালোভেরা জেল ও গোলাপজল: ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করবে।

✓ তৈলাক্ত ত্বক থেকে সানবার্ন বা ট্যান তোলার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে পাকা পেঁপে ভালো করে চটকে নিন। নিয়মিত এই মিশ্রণ মাখতে পারলে সমস্যার সমাধান হবে সহজেই।

আরোও পড়ুন,

Coconut Oil For Face: গরমে ত্বকের সমস্যা মেটাবে নারকেল তেল

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *