Spread the love

ডাবল ক্লিনজিং কীডাবল ক্লিনজিং মানে অনেকেই বোঝেন না… ডাবল ক্লিনজিং নিয়ে মানুষের মধ্যে তেমন সচেতনতা ছিল না। কিনতু জানেন কি চেহারার তারুণ্য ও সতেজতা ধরে রাখার অন্যতম রহস্য এই ডাবল ক্লিনজিং। অনেকেই মনে করেন, ফেসওয়াশ দিয়ে ২ বার মুখ ধোয়াকে ডাবল ক্লিনজিং বলা হয়। আসলে বিষয়টি একদমই তা নয়। ডাবল ক্লিনজিংয়ে একবার অয়েল বেজড ক্লিনজার দিয়ে মুখের ওপর জমে থাকা ময়লা তুলে ফেলা হয়। তারপর ওয়াটার বেজড বা ফোম বেজড ফেসওয়াশ দিয়ে ভালো করে ত্বক পরিষ্কার করা হয়। আর এটাকেই ডাবল ক্লিনজিং বলে।

IMG_20240426_220529 Summer Double Cleanser Benefits: গরমে ডাবল ক্লিনজারের উপকারীতা

ডাবল ক্লিনজিং কি

ডাবল ক্লিনজিং কি জরুরি: যদি স্বাস্থ্যকর ত্বক পেতে চান তাহলে অবশ্যই ত্বক পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ ত্বক পরিষ্কার না থাকলে সেখানে ব্রণ, র‍্যাশ, ছোপছোপ দাগ হবে… ভারী মেকাপ তুলতে বা সানস্ক্রিন ব্যবহারের পর বাইরে থেকে এসে ফেসওয়াশ দিয়ে ভালো ভাবে মুখ ধুতে হবে।

কখন করবেন: আপনার ফেস ধরে যদি তৈলাক্ত ভাব মনে হয় অথবা প্রতিদিন ভারী মেকআপ করতে হয়, সেক্ষেত্রে বাইরে থেকে এসে প্রতি সন্ধ্যায় ডাবল ক্লিনজিং করতে পারেন। তবে সানস্ক্রিন ব্যবহার করলে মেকআপ করুন আর না করুন, আপনাকে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে।

ডাবল ক্লিনজিং কীভাবে করে

কেন করা উচিৎ: ত্বকের ভেতর জমে থাকা তৈলাক্ত ভাব ও ময়লা দূর করতে আপনাকে ডাবল ক্লিনজার ইউজ করতে হবে। ডাবল ক্লিনজিং করলে ত্বক গভীরভাবে পরিষ্কার হয়। ত্বকে ব্রণ হওয়ার ঝুঁকিও কমে যায় অনেকাংশে।আপনি চাইলে ঘরেই প্রাকৃতিক ক্লিনজার বানিয়ে নিতে পারেন। মধু, টক দই, গোলাপ জল মিশিয়ে ক্লিনজার হিসেবে ইউজ করতে পারেন। মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়েও প্রাকৃতিক ক্লিনজার বানানো যায়।

আরোও পড়ুন,

Coconut Oil For Face: গরমে ত্বকের সমস্যা মেটাবে নারকেল তেল

কীভাবে করবেন:;

● প্রথমে ত্বকে ওয়েল বেজড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন,, এটি মুখের সবকিছু তুলে ফেলতে সাহায্য করে। আগে চোখের মেকআপ, তারপর ঠোঁটের লিপস্টিক তুলুন। তারপর আস্তে আস্তে পুরো মুখ তুলা দিয়ে আলতো ঘষে পরিষ্কার করুন।

ঘরোয়া পদ্ধতিতে ডাবল ক্লিনজিং

● তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিন।

● এবারে দ্বিতীয় ক্লিনজার বা আপনার ত্বকের জন্য মানানসই ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে সাধারণ নিয়মে মুখ পরিষ্কার করে ভালো করে ধুয়ে ফেলুন।

● ক্লিনজিংয়ের পর ময়েশ্চারাইজার , টোনার ব্যবহার অবশ্যই ব্যবহার করবেন।

আরোও পড়ুন,

5 Uses Aloe Vera For Summer: গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা একাই একশো

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *