Spread the love

শীতকাল এলে আমাদের শরীরের – ত্বকের সমস্যা দেখা দেয়….. এই সময় বেশিরভাগ মানুষের দেখা দেয় ঠোঁট ফাটা, গোড়ালি ফাটা সমস্যা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া…..

এবার কথা হচ্ছে ত্বকের সমস্যা দূর করতে পারলেও পায়ের গোড়ালি ফাটা সমস্যা রোধ করতে অনেকেই বুঝতে পারেন না কি ব্যবহার করা উচিৎ —–

(পা নরম ও মসৃণ করার উপায়)

ফাটা গোড়ালির কারণে জুতা পরতে সমস্যা হয়। ব্যাথা লাগে।।। রক্ত বেড়িয়ে যায়….. তাই আজকে বলবো রান্নাঘরে থাকা কিছু ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করতে পারেন অসাধারণ ফুট ক্রিম। নিয়মিত এই ক্রিম ব্যবহারে দূর হবে গোড়ালির ফাটা সমস্যা।

পায়ের গোড়ালি নরম করার উপায়

কীভাবে তৈরি করবেন, জানুন উপায়- যা যা প্রয়োজন অ‍্যালোভেরা জেল- ২ চামচনারকেল তেল- ১ চামচমধু- ১ চামচযেভাবে তৈরি করবেন ১/প্রথমে, একটি ছোট প‍্যান নিন। এতে এলোভেরা জেল দিয়ে দিন।

হাত পা নরম করার উপায়

সঙ্গে মেশান এক চামচ নারকেল তেল এবং এক চামচ মধু …এবার প‍্যানটি হালকা আঁচে গরম করুন। কিছুক্ষণ পরে, সব উপকরণ গলতে শুরু করবে। দুই এক মিনিট গরম করেই আঁচ বন্ধ করে দিন। এই মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে পাত্রে রাখুন।

পায়ের গেজ দূর করার উপায়

এবার পাত্রটি ঠান্ডা জলের পাত্রে রাখুন। চামচ দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। কিছুক্ষণ পরে, মিশ্রণটি জেলের মতো ভ্যাসলিন হয়ে যাবে।যেভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এই জেল পায়ে লাগান। বিছানায় যেনো না ভরে এর জন্য মোজা পড়ে শুতে পারেন।। দিনে দুইবার ব্যবহারে পায়ের ফাটা দাগ দূর হবে।

২/ বেকিং সোডা দিয়ে গোড়ালি পরিষ্কার করলে জমে থাকা মৃত ত্বকগুলি পরিষ্কার হয়ে যায়। এর ফলে গোড়ালি নরম হয়।এরপর পাকা কলা ও মধুর পেস্ট নিয়মিত পায়ে লাগালেও সুফল পাওয়া যাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে অলিভ অয়েল দিয়ে পা মালিশ করুন। এর ফলে সকাল পর্যন্ত গোড়ালি নরম থাকবে।

৩/ মধু আর দই দিয়েবাজারের যে কোনও ফুট ক্রিমের থেকে অনেক বেশি ভালো এই মিশ্রণ। দই ভালো করে ফেটিয়ে নিন। তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। ব্যাস এবার ভালো করে লাগিয়ে নিয়ে পেয়ে লাগিয়ে ফেলুন।। কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন।।

আরোও পড়ুন,

Best Cold Cream For Winter – শীতে ত্বকের জন্য কোন ক্রিম ভালো

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *