Spread the love

জীবন একটি চলমান নদী…এ নদীর জল কখনো থেমে থাকার নয়…. সময় যেমন ফুরায়, তেমনি জীবনও প্রতিনিয়ত ফুরাতে থাকে। কারন এই জীবন অনন্তকাল স্থায়ী নয়, তাই জীবনটা অর্থবহ হলেও এই জীবনের চাওয়া-পাওয়া, সুখ, সখ, সফলতা-বিফলতা, সবই প্রকৃত অর্থে অর্থহীন। এখানে কিছুই আমাদের মনের মত হবার নয় । আমরা যেমনটা চাই, তা পরিপূর্ণরূপে দুনিয়া আমাদের কখনোই দিতে পারবে না। কারণ, এটা দুনিয়া, জান্নাত না। জীবন এক রহস্যময় জিনিস। তবে এই জীবনে সফল হওয়া খুব জরুরী,,, কারণ এখানে ব্যার্থদের কোনো জায়গা নেই।

সফল হওয়ার টিপস্

১) প্রথমত লক্ষ্য নির্বাচন: জীবনে কিছু করতে চাইলে আগে লক্ষ ঠিক করুণ,, আপনি কি চান??? জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় আমরা অপ্রাসঙ্গিক লক্ষ্য স্থির করি। যার ফলে সেই লক্ষ্য পূরণ করা অসম্ভব হয়ে পড়ে সুতরাং লক্ষ্য হতে হবে এমন যা জীবনের সঙ্গে প্রাসঙ্গিক। কেবল লক্ষ্য স্থির করে থেকে থাকলে হবে না সেই লক্ষ্য অনুসারে কাজও শুরু করতে হবে। আপনার কর্ম স্তলে লেগে থাকতে হবে।

সফল হওয়ার উক্তি

২) নতুন কিছু শেখা: জীবনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হলো নতুন কিছু শেখা। যারা সর্বদা নতুন কিছু শিখতে চেষ্টা করে তারা সমস্যায় কম পরে।।

৩) হতাশ হবেন না: জীবন আছে তো ব্যর্থতাও জড়িয়ে রয়েছে। খুব কম মানুষ আছে যারা জীবনে একেবারে সফল হতে পারে। আপনি এখনও সফল হতে পারেন নি এই পরিস্থিতিতে হতাশগ্রস্থ হলে হবে না বরং জীবনে ব্যর্থতাকে গ্রহণ করার মত সক্ষমতা রাখতে শিখতে হবে।

সফল হওয়ার স্ট্যাটাস

৪) স্বাস্থ্যকর জীবন যাপন করা: একটি স্বাস্থ্যকর জীবন আপনাকে এগিয়ে চলার পক্ষে সাহায্য করতে পারে। এই স্বাস্থ্যকর জীবন যাপন শারীরিক বা মানসিক হতে পারে। কোন ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে ঠিক না থাকলে তার পক্ষে জীবনের লক্ষ্য অর্জন করা অসম্ভব হয়ে পড়ে।

৫) অভার থিকিং বন্ধ করুণ: অনেকে অভার থিকিং করে নিজেদের বারোটা বাজিয়ে দেয়,,এক্ষেত্রে নিজের শরীরের দিকে তথা খাওয়া-দাওয়া, ব্যায়াম,বিশ্রাম ও ঘুমের দিকে নজর রাখতে হবে এবং তার সাথে মানসিক ক্ষেত্রগুলো যেমন যোগ ব্যায়াম, ঘুরতে যাওয়া,নিজের শখ পূরণের দিকে যথেষ্ট নজর দিতে হবে। আপনার জীবনে পরিবর্তন তখনই আসবে যখন আপনি একটি স্বাস্থ্যকর জীবন গড়ে তুলবেন।

আরোও পড়ুন,

Summer Dress For Women: গ্রীষ্মকালের মেয়েদের ৫ আরামদায়ক পোশাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *