Spread the love

বর্তমানে যা বাজার অনেকের নিদির্ষ্ট বয়স পেরিয়ে যাচ্ছে,, কিনতু একটা চাকরি পায়না… তাই চাকরির আশা ছেড়ে ব্যবসা করার দিকে ঝুঁকছেন। কিন্তু ঠিক কোন ব্যবসা করা যায়, তা নিয়ে সকলের মাথায় প্রশ্ন ঘোরে?? আপনারও যদি তেমন মনোভাব থাকে তবে এখানে বেশ কয়েকটি ব্যবসার আইডিয়া এখানে দেওয়া হচ্ছে। যেগুলো আসলে খুব কম খরচেই শুরু করা যেতে পারে। পাশাপাশি এতে লাভও হয় প্রচুর। চলুন দেখে নেওয়া যাক—-

ছোটো ব্যবসা আইডিয়া

ব্যবসা করতে কত টাকা লাগবে?

এখানে এমন কয়েকটি ব্যবসা করার বিষয়ে বলা হচ্ছে, যার জন্য আপনার মাত্র ১০০০০/ 20,000 টাকা দরকার। এর বিশেষ বিষয় হল আপনি ঘরে বসেও এই ব্যবসাগুলি শুরু করতে পারেন।

১) বাচ্চাদের জৈব প্রোডাক্টের ব্যবসা- আজকাল শিশুদের ক্ষেত্রে এই দ্রব্যের চাহিদাও যথেষ্ট। প্রত্যেক বাবা-মা ই তাদের সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন। এমন পরিস্থিতিতে অর্গানিক বেবি প্রোডাক্টের ব্যবসা শুরু করা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এক্ষেত্রে আপনি উন্নত মানের কাপড়, চামড়ার নানা দ্রব্য, খেলনা বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন।

২) ক্লাউড কিচেন: ক্লাউড কিচেন জনপ্রিয় হয়ে উঠছে উচ্চ প্রারম্ভিক খরচ এবং একটি রেস্টুরেন্ট বা খাবার বার পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধন কমাতে। ক্লাউড কিচেনের দর্শন হল খাবার ডেলিভারি, বসার জায়গা এবং পরিবেশের জন্য প্রচুর অর্থ ব্যয় না করে আপনার বাড়িতে পরিষ্কার এবং চমৎকার খাবার সরবরাহ করা হয়। আর এই ভিডিও গুলো আপনি আপনার পেজ বানিয়ে সেখানে আপলোড করতে পারেন।।

ছোটো ব্যবসা কীভাবে করা যায়

৩) বুটিক সেবা: মানুষ আজকাল কাস্টম-নির্মিত এবং এক ধরনের ডিজাইনার জামাকাপড় পছন্দ করে যা ব্যাপকভাবে তৈরি করা হয়। সুতরাং, আপনি সাম্প্রতিক ফ্যাশন ডিজাইন স্নাতক হন বা সুন্দর পোশাক ডিজাইন এবং তৈরি করা উপভোগ করেন, আপনি আপনার শখটিকে একটি লাভজনক চাকরিতে রূপান্তর করতে পারেন। আপনি যদি কম প্রাথমিক খরচে একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠা করতে চান, তাহলে বুটিক পরিষেবাগুলিতে আপনার ব্যবসার কৌশল ফোকাস করুন।

৪) টিফিন বা ঘরে তৈরি খাবার সরবরাহ করালোকেদের বাড়িতে তৈরি টিফিন খাবার সরবরাহ করা আপনার ছোট ব্যবসা শুরু করার অন্যতম সেরা উপায় হতে পারে। কারন মানুষ এখন বেশি টাকা দিয়ে ভালো খাবারের কোয়ালিটি চায়।।

ছোটো ব্যবসা পরিকল্পনা

৫) ইউটিউব চ্যানেল মাধ্যমে ব্যবসা:ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট থাকলেই এই ব্যবসা খুব সহজেই শুরু করা যায় রান্না শেখানো , বেড়ানো, গান থেকে দৈনন্দিনের টোটকা এবং নিজের আগ্রহের যে কোনও বিষয় নিয়েই খোলা যেতে পারে এই চ্যানেল সংক্রান্ত অ্যাকাউন্টটি। তবে হা এটি বেশ কিছু মাস বা বছর পর আপনি লাভ দেখতে পারবেন।।

আরও পড়ুন,

Avocado Benefits: অ্যাভোকাডো ফলের ৫ স্বাস্থ্য উপকারিতা

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *