Spread the love

দূর্গাপূজা শেষ হয়ে আবারো আরেকটি উৎসবের মরশুম শুরু হতে চলেছে…. আর মাত্র কয়েকদিন পরই কালীপুজো, সেই সঙ্গে দীপাবলি।

উত্তর ভারতে জমজমাট করে হয় দিওয়ালির আয়োজন। তবে এখন সব রাজ্যেই সুন্দর করে দীপাবলি পালন করা হয়। সকল মেয়েরা ইতি মধ্যেই দীপাবলির সাজগোজের নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে…..

(দীপাবলীর সাজ ২০২৩)

Diwali Makeup

ইদানিং ফ্যাশনে দীপাবলিতে সকলে শাড়ি পড়ার ট্রেন্ড বেশ চলছে। তাই অভিনেত্রীরাও এখন শাড়ি পড়ে দীপাবলী প্রদীপ জ্বালায়।। সিক্যুইনের কাজ দীপাবলিতে দেখতে বেশ লাগে। স্লিভলেস ব্লাউজ আর ঝুমকোর সঙ্গে স্টাইলিং করতে পারেন। এই রঙের সালোয়ার বা লেহঙ্গাও দেখতে বেশ লাগে। সিল্ক, জর্জেট, শিফন এসব শাড়িই এদিন দেখতে বেশি ভাল লাগে। কেনার আগে এসব কিন্তু অবশ্যই মাথায় রাখবেন।

দীপাবলির সাজ নিয়ে চিন্তিত, দেখুন কীভাবে সাজবেন

পড়তে পারেন এমন স্টাইলিস্ট শাড়ি সঙ্গে মানানসই ব্লাউজ,, গয়না তো পড়বেন ই — নয়তো সাজ ই অসম্পূর্ণ থেকে যাবে।।

দীপাবলির ট্রেডিশনাল সাজ

যারা শাড়ি পড়তে চান না,, তারা অবশ্যই কুর্তি ক্যারি করতে পারেন।। দারুন মানাবে।।

আরোও পড়ুন,

দীপাবলীর সাজ – Diwali Dress Up 2022 , Fashion Tips For Diwali

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *